পূর্ব জেরুজালেমের পবিত্র স্থান আল-আকসা মসজিদ এবং পশ্চিমতীর নিয়ে ইসরায়েল ফের আগ্রাসী মনোভাব দেখাচ্ছে।
৩ আগস্ট ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স এ এক পোস্টে জানান, ইহুদি শোক দিবস ‘তিসা বা’আভ’-এ, দ্বিতীয় টেম্পল ধ্বংসের দুই হাজার বছর পর ‘টেম্পল মাউন্ট’ যা মুসলিমদের কাছে আল-আকসা মসজিদ এবং পশ্চিম দেওয়াল আবারও ইসরায়েলের পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে।
এই পোস্টে তিনি জেরুজালেমসহ গোটা এলাকা দখলে নেওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন। তিনি জানান, ৩ আগস্ট তিনি পশ্চিম প্রাচীরে গিয়েছিলেন এবং সেখানে জিম্মি ইসরায়েলি সেনা ও নাগরিকদের নিরাপত্তা এবং হামাসের পরাজয়ের জন্য প্রার্থনা করেছেন।
এর আগে একই দিন, ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির আল-আকসা মসজিদের প্রাঙ্গণে প্রবেশ করে সেখানে প্রার্থনা করেন। অথচ আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী, আল-আকসায় ইহুদিদের প্রার্থনা নিষিদ্ধ— যা দীর্ঘদিনের চুক্তির অংশ।
ইসরায়েলি নেতাদের এই একতরফা পদক্ষেপের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে সউদী আরব। সউদী আরবের ভাষ্য অনুযায়ী, পবিত্র ইসলামি স্থানগুলোর অবমাননা শুধু রাজনৈতিক নয়, ধর্মীয়ভাবে অশুভ এবং গোটা অঞ্চলের স্থিতিশীলতার জন্য হুমকি।
সোর্স: ইনকিলাব
মন্তব্য করুন: