[email protected] মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫
২১ শ্রাবণ ১৪৩২

ট্রাম্পের হুমকির তোয়াক্কা করে না ভারত!

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৩ আগষ্ট ২০২৫ ১৭:০৮ পিএম

ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পরও ভারত রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানি অব্যাহত রাখবে। দেশটির সরকারি সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।

সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, ভারতের জ্বালানি নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থকে অগ্রাধিকার দিয়ে তেল আমদানির সিদ্ধান্ত নেয়া হয়েছে। রাশিয়ান তেল তুলনামূলকভাবে সস্তা হওয়ায় এটি দেশটির জন্য লাভজনক বলে মনে করছে দিল্লি।

নিউইয়র্ক টাইমসকে দেওয়া মন্তব্যে ভারতীয় কর্মকর্তারা জানান, রাশিয়ার সঙ্গে তাদের দীর্ঘমেয়াদি জ্বালানি চুক্তি রয়েছে। হঠাৎ করে সেই সম্পর্ক ছিন্ন করা সম্ভব নয়। ট্রাম্পের হুমকির পরও নয়াদিল্লি তাদের কৌশলগত স্বার্থকে গুরুত্ব দিচ্ছে।

এর আগে, রাশিয়া-ভারত জ্বালানি সম্পর্কের তীব্র সমালোচনা করে ট্রাম্প বলেন, যদি ভারত তেল আমদানি বন্ধ না করে, তাহলে তাদের পণ্যে শতভাগ শুল্ক আরোপ করা হবে। সেইসঙ্গে রাশিয়া ও ভারতের অর্থনীতিকে ‘মৃত’ বলে কটাক্ষ করেন তিনি।

তবে ভারতের অবস্থান পরিষ্কার — তাদের একজন বলেন, রাশিয়া এখন ভারতের সবচেয়ে বড় তেল সরবরাহকারী। এটি দেশের মোট আমদানির প্রায় ৩৫ শতাংশ। এই নির্ভরতা রাতারাতি কমানো সম্ভব নয়। রাশিয়া থেকে জ্বালানি কেনা পুরোপুরি বৈধ এবং বৈশ্বিক নীতিমালার মধ্যেই হচ্ছে। তাই তারা তাদের জাতীয় স্বার্থেই এই সিদ্ধান্ত নিচ্ছে এবং এ বিষয়ে আন্তর্জাতিক চাপকে প্রাধান্য দেবে না।     

সোর্স: যুমনা

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর