[email protected] মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫
২১ শ্রাবণ ১৪৩২

প্রেসিডেন্ট লুলা যখন ইচ্ছা আমাকে ফোন করতে পারেন: ট্রাম্প

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০২ আগষ্ট ২০২৫ ১৩:০৮ পিএম

ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা যেকোনো সময় শুল্ক ও দ্বিপক্ষীয় মতবিরোধ নিয়ে আলোচনার জন্য তাঁকে ফোন করতে পারেন।

১ আগস্ট হোয়াইট হাউসে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। সেই সাথে জানান, তিনি ব্রাজিলের জনগণকে ভালোবাসেন, যদিও দেশটির নেতারা ‘ভুল কাজ করছে’ বলে মন্তব্য করেন। ট্রাম্পের বক্তব্যকে ‘চমৎকার’ হিসেবে অভিহিত করেছেন ব্রাজিলের অর্থমন্ত্রী ফার্নান্দো হাদাদ।

তিনি জানান, লুলাও এ বিষয়ে ইতিবাচক এবং শিগগিরই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে। আগামী সপ্তাহে হাদাদের যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্টের সঙ্গে একটি ভার্চ্যুয়াল বৈঠকের কথা রয়েছে, যা লুলা-ট্রাম্প বৈঠকের পথ তৈরি করতে পারে।

ট্রাম্প সম্প্রতি ব্রাজিলের কিছু পণ্যের ওপর ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেছেন, যদিও সব পণ্যে তা প্রযোজ্য নয়। এ ছাড়া তিনি বলসোনারোর বিচারকে রাজনৈতিক হয়রানি হিসেবে আখ্যা দিয়েছেন এবং বিচার তদারক করা সুপ্রিম কোর্টের বিচারকের ওপর নিষেধাজ্ঞা ঘোষণা করেছেন। 

সোর্স: প্রথম আলো    

 

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর