[email protected] সোমবার, ২৮ জুলাই ২০২৫
১২ শ্রাবণ ১৪৩২

অভিবাসন প্রক্রিয়া আরো কঠোর করবে যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৭ জুলাই ২০২৫ ১৭:০৭ পিএম

ফাইল ছবি

মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন সংস্থার (ইউএসসিআইএস) পরিচালক জোসেফ এডলো জানিয়েছেন, ট্রাম্প প্রশাসন বৈধ অভিবাসনের জন্য নিয়ম কঠোর করার পরিকল্পনা করছে, যার মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পরীক্ষাকে আরো কঠিন করা এবং উচ্চ বেতনের চাকরিদাতাদের সুবিধার্থে এইচ-১বি ভিসা ব্যবস্থা পরিবর্তন করা।

শনিবার (২৬ জুলাই) তুর্কী বার্তাসংস্থা আনাদোলু অ্যাজেন্সি এ তথ্য জানিয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘বর্তমানে নাগরিকত্ব পাওয়ার পরীক্ষাটি খুব কঠিন নয়। খুব সহজেই উত্তর মুখস্থ করে পাস করা যায়। এতে আমরা প্রকৃত আইনের চেতনাকে অনুসরণ করছি না বলেই মনে হয়।’

এডলো জানান, তার সংস্থা ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে চালু হওয়া নাগরিকত্ব পরীক্ষার একটি সংস্করণ পুনরায় চালু করার কথা ভাবছে, যেখানে আরো বেশি প্রশ্ন ও কঠিন শর্ত ছিল।

তিনি এইচ-১বি ভিসা সংস্কারের বিষয়েও মত দেন। প্রতি বছর ৮৫ হাজার বিদেশী পেশাজীবীকে এই ভিসা দেয়া হয়। নতুন প্রস্তাব অনুযায়ী, উচ্চ বেতনের প্রার্থীদের অগ্রাধিকার দেয়ার কথা ভাবা হচ্ছে।

এদিকে এই পরিবর্তনের ফলে তরুণ ও উচ্চ শিক্ষিত অভিবাসীরা যুক্তরাষ্ট্রে সুযোগ হারাতে পারেন বলে সতর্ক করেছেন বিশ্লেষকেরা। 

সোর্স: নয়াদিগন্ত

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর