ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, শনিবার স্কটল্যান্ডে নিজের ট্রাম্প টার্নবেরি গলফ রিসোর্টে সফরের শুরুতে সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, “উভয় দেশ যুদ্ধবিরতি ও শেষ পর্যন্ত শান্তির লক্ষ্যে দ্রুত আলোচনায় বসতে সম্মত হয়েছে।”
ট্রাম্প আরও বলেন, এই সংঘর্ষ থামানো না গেলে যুক্তরাষ্ট্রের পক্ষে থাইল্যান্ড ও কাম্বোডিয়ার সঙ্গে চলমান বাণিজ্য আলোচনা অব্যাহত রাখা সম্ভব নয়।
তিনি জানান, শান্তি প্রতিষ্ঠা হলে দুই দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি সম্পন্ন করার আগ্রহ রয়েছে তার। বর্তমানে ১ আগস্ট থেকে এই দুই দেশের পণ্য আমদানিতে ৩৬ শতাংশ কর আরোপের কথা রয়েছে যুক্তরাষ্ট্রে, যার আগে ট্রাম্পের এই হস্তক্ষেপ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুমথাম ওয়েচায়াচাই শান্তি আলোচনা শুরু করার বিষয়টি নিশ্চিত করলেও জানান, “এই বিষয়ে কাম্বোডিয়ার পক্ষ থেকে আন্তরিকতার প্রমাণ দেখতে চায় থাইল্যান্ড।” অন্যদিকে, কাম্বোডিয়া আগেই যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছিল এবং শান্তিপূর্ণ সমাধানের পক্ষে অবস্থান নিয়েছে।
সোর্স: ইনকিলাব
মন্তব্য করুন: