[email protected] সোমবার, ২৮ জুলাই ২০২৫
১২ শ্রাবণ ১৪৩২

নাসা ছাড়ছেন ২০ শতাংশ কর্মী!

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৬ জুলাই ২০২৫ ১৮:০৭ পিএম

ফাইল ছবি

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার চাকরি ছাড়ছেন ২০ শতাংশ কর্মী। দ্রুতই তারা সংস্থাটি থেকে বিদায় নিতে যাচ্ছেন। শুক্রবার নাসার এক মুখপাত্র এই তথ্য জানিয়েছেন।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ৩ হাজার ৮৭০ জন কর্মী নাসা ছাড়তে যাচ্ছেন। তবে আগামী সপ্তাহগুলোতে ওই সংখ্যা পরিবর্তন হতে পারে। আরও বলা হয়েছে, নাসার অবশিষ্ট কর্মীর সংখ্যা হবে প্রায় ১৪ হাজার।

এ মাসের শুরুতে পলিটিকোর এক রিপোর্টে বলা হয়েছে, কর্মী ছাঁটাইয়ের মুখে নাসার ২ হাজার ১৪৫ জন কর্মকর্তা সংস্থাটি ছাড়তে যাচ্ছেন। নাসা ছাড়তে যাওয়া বেশিরভাগ কর্মকর্তা জিএস-১৩ থেকে জিএস-১৫ ও উচ্চপদস্থ সরকারি পদে রয়েছেন। 

নাসার মুখপাত্র বেথানি স্টিভেনস বলেছেন, নাসা আমাদের লক্ষ্যে প্রতিশ্রুতিবদ্ধ। কারণ আমরা বাজেটের মধ্যে কাজ করছি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের অধীনে সম্প্রতি কয়েক মাসে মার্কিন মহাকাশ শিল্প ও নাসার ১৮ হাজার কর্মী ছাঁটাই ও প্রস্তাবিত বাজেট কর্তনের কারণে কয়েকটি বিজ্ঞান বিষয়ক প্রোগ্রাম বাতিল হয়ে পড়েছে।

সোর্স: বাংলাদেশ প্রতিদিন

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর