[email protected] শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
১০ শ্রাবণ ১৪৩২

ভারতে মিগ-২১ যুদ্ধবিমানের চিরবিদায়!

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৩ জুলাই ২০২৫ ১৮:০৭ পিএম

ফাইল ছবি

৬২ বছর পর মিগ-২১ যুদ্ধবিমানকে চিরবিদায় দিচ্ছে ভারত। আগামী সেপ্টেম্বরে দেশটির বিমানবাহিনীর চণ্ডীগড় ঘাঁটি থেকে শেষবারের মতো উড়বে মিগ-২১। এরপর আর কখনো সামরিক বা বেসামরিক কাজে এই যুদ্ধবিমানকে ব্যবহার করা হবে না।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, দেশটির বিমানবাহিনী মিগ-২১ যুদ্ধবিমান পায় ১৯৬৩ সালে। ভারত-রাশিয়া দ্বিপক্ষীয় চুক্তির আওতায় এর নির্মাণ কৌশল ও স্থানীয়ভাবে তৈরির অনুমোদন দেয় রাশিয়া।

এরপর থেকে বিমানবাহিনীর জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠে মিগ-২১। ১৯৬৫ সালে পাকিস্তানের সঙ্গে সংঘাত, ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও ১৯৯৯ সালে কারগিল যুদ্ধে মিগ-২১ এর ব্যবহার হয়েছে।

২০১৯ সালে ভারতের মিগ-২১ কে গুলি করে ভূপাতিত করে পাকিস্তান। আটক করা হয় দেশটির তৎকালীন উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে।

তবে মিগ-২১ নিয়ে সমালোচনাও কম নয়। ১৯৭০ সালের পর থেকে ভারতে মিগ-২১ বহু দুর্ঘটনায় ১৭০ জন।

সোর্স: আমার দেশ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর