[email protected] বৃহঃস্পতিবার, ৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

গাজাকে ধুলায় মিশিয়ে দেবার হুমকি ইসরাইলের!

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০২ জুলাই ২০২৫ ১৬:০৭ পিএম

ফাইল ছবি

হামাস যুদ্ধবিরতিতে রাজি না হলে গাজাকে ‘ধুলায় পরিণত’ করার হুমকি দিয়েছে ইসরাইল। যুক্তরাষ্ট্র-ভিত্তিক অ্যাক্সিওস নিউজ আউটলেট জানায়, ইসরাইলি কর্মকর্তারা সতর্ক করে দিয়েছেন যে যুদ্ধবিরতি এবং বন্দী বিনিময় চুক্তির আলোচনা শিগগিরই এগিয়ে না গেলে, দেশটির সেনাবাহিনী গাজায় তাদের অভিযান আরো তীব্র করবে।

সোমবার ইসরাইল গাজা সিটির দক্ষিণাঞ্চল থেকে বেসামরিক নাগরিকদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। যা সেনাবাহিনীর স্থল আক্রমণের সম্ভাব্য সম্প্রসারণের প্রস্তুতির ইঙ্গিত দেয়।  একজন জ্যেষ্ঠ ইসরাইলি কর্মকর্তার বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, ‘যুদ্ধবিরতিতে হামাস যদি রাজি না হয়, তাহলে গাজা সিটি এবং কেন্দ্রীয় ক্যাম্পগুলোর অবস্থা রাফাহর মতোই হবে। সবকিছু ধুলোয় মিশে যাবে।’

ওই কর্মকর্তা আরো বলেছেন, ‘এটি আমাদের পছন্দের বিকল্প নয়, তবে যদি জিম্মি চুক্তির ক্ষেত্রে কোনো অগ্রগতি না হয়, তাহলে আমাদের আর কোনো বিকল্প থাকবে না।’

এদিকে, মঙ্গলবার ভোরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ফিলিস্তিনের গাজায় ৬০ দিনের অস্থায়ী যুদ্ধবিরতির প্রয়োজনীয় শর্তে রাজি হয়েছে ইসরাইল। এই অস্থায়ী যুদ্ধবিরতি চলাকালীন স্থায়ীভাবে যুদ্ধ বন্ধে উভয় পক্ষের সঙ্গে কাজ করার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।

নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প বলেন, ‘কাতার ও মিসর শান্তি প্রতিষ্ঠায় সহায়তা করতে অনেক কষ্ট করেছে। তারাই চূড়ান্ত চুক্তির প্রস্তাব দেবেন। আশা করি, হামাস চুক্তিটি গ্রহণ করবে। তা না হলে পরিস্থিতি আরো খারাপ হতে পারে। যদি তারা এটি প্রত্যাখ্যান করে, তাহলে ভবিষ্যতে হয়তো মুখোমুখি হতে হবে আরও কঠিন পরিস্থিতির।’

সোর্স: বার্তা বাজার

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর