ajbarta24@gmail.com বৃহঃস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫
২০ চৈত্র ১৪৩১

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন

ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে যা বললেন ট্রাম্প ও কমলা

ইন্টারন্যাশনাল ডেস্ক

প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৪ ২১:১০ পিএম

ফাইল ছবি

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগ মুহূর্তে আলোচনায় দেশটির অভিবাসন সমস্যা। সীমান্তে অনুপ্রবেশকারীদের ঢল নিয়ে পাল্টাপাল্টি দোষারোপও করছেন দুই প্রার্থী কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজকে দেয়া আলাদা সাক্ষাৎকারে, ট্রাম্পকে জটিলতা তৈরিতে পারদর্শী হিসেবে অ্যাখ্যা দিয়েছেন কমলা। আর ট্রাম্প বলেছেন, দেশের ভেতরের শত্রুরা চীন, রাশিয়ার চেয়েও বেশি বিপজ্জনক।


শেষ মুহূর্তের নির্বাচনী প্রচারণায় জনগণের সামনে নিজেদের সেরা প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে প্রমাণে ব্যস্ত ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিস। বিভিন্ন জরিপে কে সেরা তা নিয়ে এখন পর্যন্ত কোনো স্পষ্ট ধারণা পাওয়া যাচ্ছে না।
বুধবার মার্কিন গণমাধ্যম সিএনএনের সবশেষ এক জরিপে সম্ভাব্য ভোটারদের মধ্যে হ্যারিস ৫১ শতাংশ, আর ট্রাম্প ৪৮ শতাংশ ব্যবধানে এগিয়ে আছেন। বিশেষজ্ঞদের মতে, মূল নির্বাচনের ফলাফল ছাড়া যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট কে হতে যাচ্ছেন তা বলা বেশ কঠিন হবে।

এদিকে, নির্বাচনে জয়ী হলে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের শাসনধারা অব্যাহত রাখবেন না বলে জানিয়েছেন কমলা হ্যারিস। বুধবার ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন ডেমোক্রেটিক প্রেসিডেন্ট পদপ্রার্থী।

তিনি বলেন, নতুন প্রেসিডেন্টের মতো আমি নিজের জীবনের, কাজের অভিজ্ঞতা এবং নতুন বুদ্ধিমত্তা দিয়ে দেশ পরিচালনা করব। আমি একটি নতুন প্রজন্মের নেতৃত্বের প্রতিনিধিত্ব করছি।
সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের সীমান্তে অবৈধ অভিবাসীদের অনুপ্রবেশের বিষয়ে প্রশ্ন করা হলে কমলা হ্যারিস এর দায় রিপাবলিকানদের দিকে ঠেলে দেন। কয়েকমাস আগে অবৈধ অভিবাসীদের সমস্যা সমাধানে দ্বিদলীয় অভিবাসন বিল প্রত্যাখ্যানের প্রসঙ্গ টেনে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এ অভিযোগ আনেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট।
ট্রাম্প সমস্যা সমাধানে নয় বরং সমস্যা তৈরিতে পারদর্শী বলে মন্তব্য করেন তিনি। সাক্ষাৎকারে জো বাইডেন মানসিকভাবে সুস্থ বলেও দাবি করেন কমলা হ্যারিস।
অন্যদিকে, অবৈধ অভিবাসী ইস্যুতে জো বাইডেন ও কমলা হ্যারিসের ব্যর্থতাৃকে দায়ী করেন রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প ডেমোক্র্যাটদের ‘স্বৈরাচারী ও ক্ষতিকর’ বলে সম্বোধন করেন।

দেশের ভেতরের শত্রুদের চীন, রাশিয়ার চেয়ে বেশি বিপজ্জনক বলেও মন্তব্য করেন ট্রাম্প।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর