[email protected] মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

‘মোদি’ বিশ্বের সবচেয়ে বড় ‘স্বীকৃত সন্ত্রাসী’!

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৩ মে ২০২৫ ১৬:০৫ পিএম

ফাইল ছবি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘বিশ্বের বড় স্বীকৃত সন্ত্রাসী’ বলেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ। বিশ্বে সন্ত্রাসবাদ ছড়ানোর জন্য ভারতকে দায়ী করেছেন তিনি।

মুহাম্মদ আসিফ বলেছেন, ভারত সন্ত্রাসবাদকে বিশ্বের বিভিন্ন স্থানে নিয়ে গেছে। কানাডার মতো দেশেও ভারত সন্ত্রাসী কার্যক্রমে জড়িত। ১৩মেএই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।

১২মে জিও নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “ভারত কেবল দেশে নয়, বিদেশেও সন্ত্রাসবাদ ছড়িয়েছে... তারা কানাডায় গিয়েও শিখ সম্প্রদায়ের নেতাদের টার্গেট করেছে।”

সাম্প্রতিক ভারত-পাকিস্তান সামরিক উত্তেজনার মধ্যে দেয়া এই সাক্ষাৎকারে খাজা আসিফ দাবি করেছেন, এই সংকটে পাকিস্তান কূটনৈতিক, সামরিক ও মনস্তাত্ত্বিক—সব দিক থেকেই সাফল্য পেয়েছে।

মোদির সাম্প্রতিক টেলিভিশন ভাষণের প্রসঙ্গ টেনে খাজা আসিফ বলেন, ‘মোদির কথাবার্তায় পরাজয়ের ছাপ স্পষ্ট’। কাশ্মির ও সন্ত্রাসবাদ নিয়ে আলোচনার দরজা এখনও খোলা আছে—এই স্বীকারোক্তি মোদির পক্ষ থেকেই এসেছে, যা পাকিস্তানের জন্য একটি “আশার দিক”।

খাজা আসিফ বলেন, ভারতের মানুষ মোদির বিরুদ্ধে সরব হচ্ছেন। তিনি নিশ্চিত করেন, ভবিষ্যতে যেকোনও সংলাপে কাশ্মিরসহ সব মৌলিক ইস্যু তুলে ধরবে পাকিস্তান।

তিনি অভিযোগ করেন, পূর্ব সীমান্তে সরাসরি যুদ্ধ চালানোর পাশাপাশি, পশ্চিম সীমান্তে ভারতের মদদপুষ্ট গোষ্ঠী- তেহরিক-ই-তালিবান পাকিস্তান ও বালুচিস্তান লিবারেশন আর্মি পাকিস্তানে নাশকতা চালিয়ে যাচ্ছে।

তিনি বলেন, গত দুই দশক ধরে ভারত এসব গোষ্ঠীকে সমর্থন দিয়ে পাকিস্তানের পশ্চিম সীমান্তকে অস্থিতিশীল করে রেখেছে। আগে পাকিস্তানকে পশ্চিম সীমান্তে সেনা মোতায়েন করতে হতো না, কিন্তু ভারতের হস্তক্ষেপের কারণে এখন পরিস্থিতি পাল্টে গেছে।

খাজা আসিফ বলেন, গত ১০ মে পাকিস্তান যখন পাল্টা সামরিক অভিযান শুরু করে এবং ভারতের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করে, তখন ভারত সংকটের গভীরতা উপলব্ধি করে দ্রুত পাঁচটি দেশের কাছে সহায়তা চেয়েছিল যুদ্ধবিরতির জন্য।

সোর্স: আমার দেশ

 

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর