[email protected] সোমবার, ১২ মে ২০২৫
২৯ বৈশাখ ১৪৩২

সৌদি আরব পৌঁছেছেন বাংলাদেশি ৩৭,৮৩০ জন হজ যাত্রী

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১ মে ২০২৫ ১৭:০৫ পিএম

সংগৃহীত

পবিত্র হজ পালনের জন্য বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৩৭ হাজার ৮৩০ জন সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪,৫৬৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৩৩,২৬৬ জন সৌদি আরব গেছেন। ১১ মে সকালে হজ পোর্টালে প্রকাশিত বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।

বুলেটিন অনুযায়ী, এখন পর্যন্ত হজের জন্য ৮৬,১৭৭টি ভিসা ইস্যু করা হয়েছে। তবে এখনও ৯২৩ জন হজযাত্রীর ভিসা জারি হয়নি।

ফ্লাইট পরিচালনায় সবচেয়ে বেশি ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, যাদের ৪৬টি ফ্লাইট হজযাত্রী পরিবহন করেছে। সৌদি এয়ারলাইন্স পরিচালনা করেছে ৩২টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ১৬টি ফ্লাইট সম্পন্ন করেছে।

এরআগে, গত ২৯ এপ্রিল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হজযাত্রীদের প্রথম ফ্লাইট সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করে।

চলতি বছর সরকারিভাবে হজে যাবেন ৫,২০০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন ৮১,৯০০ জন। হজ পরিচালনায় অংশ নেওয়া হজ এজেন্সির সংখ্যা ৭০টি।

সৌদি আরবে চাঁদ দেখার ওপর নির্ভর করে সম্ভাব্য হজের তারিখ নির্ধারণ করা হয়েছে ৫ জুন। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ জুন এবং শেষ ফ্লাইট ফিরবে ১০ জুলাইয়ের মধ্যে।

সোর্স: আমার দেশ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর