[email protected] সোমবার, ১২ মে ২০২৫
২৯ বৈশাখ ১৪৩২

‘হামাস নয়, নেতানিয়াহু ইসরায়েলের আসল শত্রু’

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১ মে ২০২৫ ১৭:০৫ পিএম

ফাইল ছবি

তেল আবিবে কয়েক হাজার ইসরায়েলি নাগরিক বিক্ষোভ সমাবেশ করে গাজা যুদ্ধ বন্ধে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। পাশাপাশি তারা উপত্যকাটিতে জিম্মি থাকা ইসরায়েলি নাগরিকদের মুক্তি নিশ্চিতের দাবি তুলেছেন।

ইসরায়েলি গণমাধ্যম হা রেৎজ জানায়, হোস্টেজেস স্কয়ারে ইসরায়েলি সংগঠন হোস্টেজেস অ্যান্ড মিসিং ফ্যামিলিজ ফোরাম তাদের নিয়মিতভাবে তাদের বিক্ষোভ সমাবেশ আয়োজন করে। এর অংশ হিসেবেই ১০মে ওই সমাবেশ হয়।

এদিকে ইসরায়েলি সেনা সদরদপ্তরের সামনে জিম্মিদের পরিবারের আরেকটি বিক্ষোভ হয়েছে। তেল আবিবের হাবিমা স্কয়ারেও সরকারবিরোধী একটি আলাদা বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

টাইমস অব ইসরায়েল জানায়, হাবিমা স্কয়ারে শাই মোজেস নামে এক জিম্মি পরিবারের সদস্য বলেন, ইসরায়েলের আসল শত্রু হামাস নয় বরং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, যিনি ইসরায়েলকে একটি ইহুদি ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ধ্বংস করছেন।

আল জাজিরার সংবাদদাতা হামদাহ সালহুত জর্দান থেকে জানান, গাজায় আটক ইসরায়েলি জিম্মিদের পরিবারের সদস্যরা বলছেন, নেতানিয়াহু ব্যক্তিগত ও রাজনৈতিক স্বার্থে যুদ্ধ টেনে নিয়ে যাচ্ছেন এবং তিনি কোনো ধরনের যুদ্ধবিরতি চুক্তি নিয়ে সমঝোতার জন্য প্রস্তুত নন। তিনি বলেন, গাজায় এখনও ৫৯ জন জিম্মি রয়েছেন। এর মধ্যে ৩৫ জনকে ইসরায়েলি কর্মকর্তারা মৃত বলে ধরে নিচ্ছেন। ২১ জন বেঁচে আছেন বলে ধারণা করা হচ্ছে। আর তিনজনের ভাগ্য এখনো অজানা।

ইসরায়েলি কর্মকর্তাদের বরাতে তিনি জানান, ইসরায়েলি বাহিনী গাজায় তাদের অভিযান জোরদারের পরিকল্পনা করছে এবং এখনই কোনো যুদ্ধবিরতি চুক্তির দিকে এগোচ্ছে না।  তারা মনে করে, জিম্মিদের মুক্ত করার সবচেয়ে ভালো উপায় হলো সামরিক পদক্ষেপ, তবে বন্দিদের পরিবার সদস্যরা এবং ইসরায়েলি সমাজের বৃহত্তর অংশ তাদের এই মতের সঙ্গে একমত নয়।

সোর্স: বাংলানিউজ২৪.কম

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর