[email protected] বৃহঃস্পতিবার, ৮ মে ২০২৫
২৫ বৈশাখ ১৪৩২

পাকিস্তানের কাছে ধরাশায়ী ভারতের যুদ্ধবিমান!

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৭ মে ২০২৫ ১৮:০৫ পিএম

ফাইল ছবি

দক্ষিণ এশিয়ার দুই চির বৈরী দেশ ভারত-পাকিস্তানের মধ্যে বলা চলে পূর্ণমাত্রায় সামরিক সংঘাত শুরু হয়েছে। ভারত পাকিস্তানের অন্তত ৯টি স্থানে হামলা চালানোর দাবি করেছে।

এ হামলায় পাকিস্তানের শিশুসহ ২৬ জন বেসামরিক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ৪৬ জন। আর ভারতে নিহত হয়েছে ১০ জন এবং আহত হয়েছে ৪৮ জন।

বিপরীতে পাকিস্তানও দাবি করেছে, তারা ভারতের ৩টি রাফালসহ পা৫টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। ভারতীয় কর্মকর্তারা এ পর্যন্ত স্বীকার করেছেন যে, তাদের তিনটি যুদ্ধবিমান জম্মু-কাশ্মীরে বিধ্বস্ত হয়েছে।

এই পরস্পরবিরোধী বক্তব্য চিরবৈরী দুই দেশের চলমান উত্তেজনার আবহ নিজেদের নিয়ন্ত্রণে রাখার চিরাচরিত প্রচেষ্টারই প্রতিফলন।

পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র আইএসপিআর-এর এক কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, ‘এখন পর্যন্ত—৩টি রাফাল, একটি সুখোই-৩০, একটি মিগ-২৯ সহ ভারতের পাঁচটি বিমান ভূপাতিত করা হয়েছে। এ ছাড়া, একটি ড্রোন ও ১টি ব্রিগেড সদর দপ্তর ধ্বংস করেছে।

ওই কর্মকর্তা আরও বলেছেন, এই বিমানগুলো পাকিস্তানি ভূখণ্ডে গুলি চালানোর পরেই এসব পদক্ষেপ আত্মরক্ষামূলক ব্যবস্থা হিসেবে নেওয়া হয়েছে।’ তিনি যোগ করেছেন, ভারতীয় বিমানগুলো তাদের নিজস্ব আকাশসীমা থেকে দূরপাল্লার অস্ত্র ব্যবহার করে গুলি চালাচ্ছিল।

তবে জম্মু-কাশ্মীরের ৪ স্থানীয় সরকারি সূত্র রয়টার্সকে জানিয়েছে, ভারতের ভূখণ্ডে তিনটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। পাকিস্তান যে বিমান ভূপাতিত করার দাবি করেছে, ভারত এখনো তা নিশ্চিত করেনি।

সোর্স: আজকের পত্রিকা

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর