একের পর দুর্যোগে দিশেহারা ইসরাইল। দাবানলের ক্ষত শুকানোর আগেই এবার ভয়াবহ বন্যার কবলে পড়েছে নেতানিয়াহুর দেশ। গত ৪ মে থেকে দক্ষিণ ইসরাইলের বেশ কিছু অংশ প্লাবিত হতে শুরু করে।
ওইদিন বিকেলে ভারি বৃষ্টিপাত এবং তীব্র বাতাসের কারণে দক্ষিণাঞ্চলীয় শহর ইলাতের মূল প্রবেশপথসহ বেশ কয়েকটি প্রধান রুট যানবাহন চলাচলের জন্য বন্ধ করে দেয় পুলিশ। দক্ষিণাঞ্চলীয় শহর দিমোনাতেও প্রবল বজ্রপাত এবং শিলাবৃষ্টি হয়েছে। স্থানীয় আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বিকেল সাড়ে ৪টা পর্যন্ত কিবুৎজ সামারে ৩৪ মিলিমিটার এবং কিবুৎজ ইয়োতভাতায় ১৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।
এ ঘটনায় সেখানে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। শহরের রাস্তাঘাট প্লাবিত হয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।
কর্তৃপক্ষ জোর দিয়ে বলেছে, প্লাবিত রাস্তা, ঝর্ণা বা জলাশয়ের কাছে যাওয়া বা পার হওয়া নিষিদ্ধ এবং এটি করা ‘জীবনের জন্য হুমকিস্বরূপ’। জনসাধারণকে বন্যার কবলে পড়তে পারে এমন এলাকায় প্রয়োজন ছাড়া না যাওয়ারও আহ্বান জানিয়েছে পুলিশ। এ ছাড়া ভ্রমণকারীদের সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
সপ্তাহখানেক আগেই তীব্র তাপদাহ ও দাবানলের কারণে ইসরায়েলের কয়েকটি এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছিল। অত্যধিক উষ্ণ ও শুষ্ক পরিস্থিতির পর এবার আকস্মিক প্রবল বর্ষণে নতুন করে দুর্যোগ শুরু হয়েছে ইসরায়েলে। ফলে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়িয়ে তুলেছে।
সোর্স: বাংলাভিশন
মন্তব্য করুন: