[email protected] বৃহঃস্পতিবার, ৮ মে ২০২৫
২৫ বৈশাখ ১৪৩২

পাকিস্তানি নারীকে বিয়ে করে বরখাস্ত ভারতীয় সিআরপিএফ জওয়ান

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৪ মে ২০২৫ ১৭:০৫ পিএম

ফাইল ছবি

পাকিস্তানি এক তরুণীকে বিয়ে করার পর বিয়ের তথ্য গোপন করার অভিযোগে বরখাস্ত হয়েছেন ভারতের কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্স-সিআরপিএফ এর জওয়ান মুনির আহমেদ। ৪মে এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ২০১৭ সালের এপ্রিল মাসে সিআরপিফে যোগ দেন মুনির আহমেদ। সিআরপিফের অভিযোগ, মুনির তার বিবাহের তথ্য গোপন করেছেন এবং স্ত্রীর ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও তাকে নিজ বাসায় রেখেছিলেন, যা ‘জাতীয় নিরাপত্তার জন্য হুমকি’ বলে বিবেচিত হয়েছে।

তবে, মুনির আহমেদের দাবি, ২০২২ সালের ৩১ ডিসেম্বর তিনি প্রথম পাকিস্তানি নাগরিককে বিয়ের ইচ্ছার কথা কর্তৃপক্ষকে জানান। তিনি বলেন, ‘তিনি তার নিজস্ব হলফনামা ছাড়াও বাবা-মা, গ্রামের সরপঞ্চ এবং জেলা উন্নয়ন পরিষদের সদস্যদের হলফনামাও যথাযথ চ্যানেলের মাধ্যমে জমা দিই। পরে ২০২৪ সালের ৩০ এপ্রিল সদর দপ্তর থেকে অনুমোদন পান।’

তিনি বলেন, ‘২০২৩ সালের ২৪ মে তিনি ভিডিও কলে বিয়ে করেন। পরে তার কর্মস্থল ৭২ ব্যাটালিয়নে বিয়ের ছবি, নিকাহনামা ও বিবাহ সনদ জমা দেন।’

বরখাস্ত হবার পর মুনির আহমেদ জানিয়েছেন, ‘বিষয়টি তার এবং তার পরিবারের জন্য একটি বড় ধাক্কা। কারণ, তিনি সদর দপ্তরের অনুমতি পাওয়ার প্রায় এক মাস পর বিয়ে করেছিলেন। তিনি এ সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হবেন। তার প্রত্যাশা, আদালত থেকে তিনি ন্যায়বিচার পাবেন।

সোর্স: যুমনা

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর