ajbarta24@gmail.com বৃহঃস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫
২০ চৈত্র ১৪৩১

বাইডেনকে ষড়যন্ত্র করে নির্বাচন থেকে সরানো হয়েছে, অভিযোগ ট্রাম্পের!

ইন্টারন্যাশনাল ডেস্ক

প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৪ ২২:১০ পিএম

নির্বাচনী বিতর্কে ট্রাম্প ও বাইডেন। ফাইল ছবি

জো বাইডেনকে ষড়যন্ত্র করে নির্বাচন থেকে সরিয়ে দেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প। কমলা হ্যারিসের চেয়ে তাকেই বাইডেন বেশি পছন্দ করেন বলেও দাবি রিপাবলিকান এই নেতার।

প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে উত্তপ্ত হয়ে উঠছে যুক্তরাষ্ট্রের রাজনীতির মাঠ। নভেম্বরের নির্বাচন থেকে আচমকা বাইডেনের সরে দাঁড়ানো নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (১৫ অক্টোবর) এক সাক্ষাৎকারে তিনি বলেন, ষড়যন্ত্র করে বাইডেনকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে বাধ্য করা হয়েছে। ট্রাম্পের ধারণা, জো বাইডেন কমলা হ্যারিসের চেয়ে তাকে বেশি পছন্দ করেন।
ট্রাম্প বলেন, ‘আমি বাইডেনের ভক্ত নই, আমার ধারণা কেউই নয়। কিন্তু তারা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতাকে চুরি করেছে। শিশুদের হাত থেকে চকলেট ছিনিয়ে নেয়ার মতো।’
সম্প্রতি ট্রাম্পের সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘গোপন ফোনালাপ’ নিয়ে গুঞ্জন ওঠে। সেই গুঞ্জন নিয়েও কথা বলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট। পুতিনের সঙ্গে ঘনিষ্ঠতার বিষয়টি সরাসরি স্বীকার না করলেও ট্রাম্প বলেন, যদি পুতিনের সঙ্গে সম্পর্ক রেখে থাকেন, তবে বুদ্ধিমানের মতোই কাজ করছেন। এদিকে, গেল সোমবার ট্রাম্পের এক অনুষ্ঠান চলাকালে দুই সমর্থক অজ্ঞান হবার পর তাদের উৎসর্গ করে স্টেজে গানের তালে নাচেন রিপাবলিকান নেতা। নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে সেই ইস্যু টেনে ট্রাম্পের মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন তুলেছেন জো বাইডেন ও কমলা হ্যারিস।
মঙ্গলবার প্রচারিত এক রেডিও সাক্ষাৎকারে গণমাধ্যম ও জনগণকে ট্রাম্পের স্বৈরাচারী মনোভাব থেকে সতর্ক থাকার আহবান জানান ডেমোক্র্যাট নেতারা। অন্যদিকে, কথার লড়াইয়ের পাশাপাশি নির্বাচনের আগে অনুদান সংগ্রহও চালিয়ে যাচ্ছে দুই দল। এরই অংশ হিসেবে ট্রাম্পের প্রচারণা শিবিরে সাড়ে সাত কোটি ডলার অনুদান দিয়েছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। এখন পর্যন্ত ৭৬ ধনকুবের কমলাকে, আর ৪৯ মার্কিন ধনী ট্রাম্পকে সমর্থন দিয়েছেন বলে জানিয়েছে ফোর্বস।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর