বাণিজ্যিক আর সামরিক জাহাজের জন্য পানামা ও সুয়েজ খাল বিনা মাশুলে ব্যবহার করতে চায় যুক্তরাষ্ট্র। শনিবার (২৬ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে নিজের এমন খায়েশ প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এসময়, খাল কর্তৃপক্ষের কাছে আহ্বানও জানান তিনি। বলেন, বিষয়টি নিশ্চিত করতে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে দায়িত্ব অর্পণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট।
ট্রাম্পের দাবি- যুক্তরাষ্ট্র না থাকলে অস্তিত্বহীন হয়ে পড়তো পানামা ও সুয়েজ খাল। তাই নৌ রুটগুলোতে বিনামুল্যে ট্রানজিট দেয়া উচিত ওয়াশিংটনকে। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকে সময়ে সময়ে পানামা খালের নিয়ন্ত্রণ নেয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন ডোনাল্ড ট্রাম্প। এ লক্ষ্যে পানামায় মার্কিন প্রতিনিধিও পাঠিয়েছেন তিনি।
মূলত, বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সমুদ্রপথ ধরা হয়ে থাকে পানামা ও সুয়েজ খালকে। প্রতিবছর আন্তর্জাতিক নৌবাণিজ্যের আনুমানিক ১৬ শতাংশ পরিচালিত হয়ে থাকে রুটটিতে।
সোর্স: যুমনা
মন্তব্য করুন: