রোমান ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস দোহা থেকে সরাসরি ইতালির রোমে যাবেন।
আগামী শুক্রবার ২৫এপ্রিল তিনি রোমের উদ্দেশে দোহা ত্যাগ করবেন। প্রধান উপদেষ্টা চার দিনের সরকারি সফরে বর্তমানে দোহায় অবস্থান করছেন।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বাসসকে এ তথ্য নিশ্চিত করেন।
প্রেস সচিব বলেন, পোপ ফ্রান্সিসের সঙ্গে অধ্যাপক ইউনূসের ব্যক্তিগত সম্পর্ক অত্যন্ত চমৎকার ছিল। নানা বৈশ্বিক ইস্যুতে তারা একাধিকবার একে অপরের সঙ্গে আলোচনায় বসেছেন, বিশেষ করে দারিদ্র্য বিমোচন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং বিশ্ব শান্তি প্রতিষ্ঠার মতো মানবিক ও নৈতিক ইস্যুতে তাদের মতাদর্শিক মিল ছিল বেশ লক্ষণীয়। এই সম্পর্কের পরিপ্রেক্ষিতেই বন্ধুর প্রতি শেষ শ্রদ্ধা জানাতে এবং মানবতার এক অনন্য পথপ্রদর্শককে সম্মান জানাতে রোমে অনুষ্ঠিতব্য পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিচ্ছেন প্রধান উপদেষ্টা।
আগামী শনিবার ২৬এপ্রিল পোপের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে।
শফিকুল আলম জানান, অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেয়ার বাইরে প্রধান উপদেষ্টার অন্য কোন ধরনের বৈঠক সেখানে নেই। আগামী রোববার তার দেশে ফেরার সম্ভাবনা রয়েছে।
পোপ ফ্রান্সিস গত ২১এপ্রিল মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি ১২ বছর রোমান ক্যাথলিক গির্জার সর্বোচ্চ নেতার দায়িত্ব পালন করেন।
সোর্স: ইনকিলাব
মন্তব্য করুন: