ajbarta24@gmail.com বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
১০ বৈশাখ ১৪৩২

৭০তম জন্মদিনে মহাকাশ থেকে ফিরলেন যুক্তরাষ্ট্রের প্রবীণতম নভোচারী

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৫ ১৩:০৪ পিএম

সংগৃহীত

নাসায় কর্মরত যুক্তরাষ্ট্রের সবচেয়ে বয়স্ক নভোচারী ডন পেট্টিট তার ৭০তম জন্মদিনে পৃথিবীতে ফিরে এসেছেন। জন্মদিনকে মানুষ ঘটা করে নানা আয়োজনে বা আনন্দ উপভোগের মাধ্যমে বরণ করলেও পেট্টিটের সর্বশেষ জন্মদিনটি ছিল এগুলোর থেকে আলাদা। কারণ এদিনে তিনি মহাকাশ থেকে পৃথিবীতে ফিরেছেন।

রোববার (২০ এপ্রিল) তিনি আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) থেকে পৃথিবীতে অবতরণ করেন। তার সঙ্গে ছিলেন দুজন রুশ নভোচারীও। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি।

রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রসকসমস এক বিবৃতিতে জানায়, ‘রোববার মস্কোর স্থানীয় সময় ভোররাত ৪টা ২০ মিনিটে (বাংলাদেশ সময় সকাল ৭টা ২০) সোইয়ুজ এমএস–২৬ ক্যাপসুল অ্যালেক্সি ওভশিনিনি, ইভান ভাগনার ও ডন পেট্টিটকে নিয়ে কাজাখাস্তানের কাজাখ শহরের অদূরে অবতরণ করেছে।’

৭ মাসের মিশনে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ২২০ দিন কাটান তারা। এই যাত্রায় ৯ কোটি ৩৩ লাখ মাইল ভ্রমণ করেছেন তিন মহাকাশচারী। এই সময়ে পৃথিবীকে তারা ৩ হাজার ৫২০ বার প্রদক্ষিণ করেন।

এবার নিয়ে চার দফায় মহাকাশে গিয়েছিলেন পেট্টিট। নাসায় ২৯ বছর ধরে কর্মরত তিনি। নভোচারী হিসেবে দীর্ঘ এই কর্মময় জীবনে ১৮ মাসের বেশি সময় তিনি মহাকাশে কাটিয়েছেন।

এর আগে গত মাসে, নাসার দুই মহাকাশচারী, বুচ উইলমোর এবং সুনি উইলিয়ামস, আন্তর্জাতিক স্পেস স্টেশনে নয় মাসেরও বেশি সময় কাটিয়ে পৃথিবীতে ফিরে আসেন।

সোর্স: চ্যানেল২৪

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর