ajbarta24@gmail.com বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
২ বৈশাখ ১৪৩২

জাপানে বছরে প্রায় ৯ লাখ জনসংখ্যা কমছে

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৫ ১৫:০৪ পিএম

সংগৃহীত

গত ৭৪ বছরের ইতিহাসে এক বছরে সর্বোচ্চ জনসংখ্যা হ্রাস দেখল জাপান। ২০২৪ সালের অক্টোবরে দেশটির জনসংখ্যা ১২ কোটি ৩ লাখে নেমে এসেছে যা ২০২৩ সালের তুলনায় ৮ লাখ ৯৮ হাজার জন কম। সোমবার (১৪ এপ্রিল) দেশটির সরকারি তথ্যের উদ্ধৃতি দিয়ে এএফপি এ খবর জানায়।

সোমবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে চিফ কেবিনেট সেক্রেটারি ইয়োশিমাসা হায়াশি বলেছেন, সন্তান ধারণ করতে চায় এমন তরুণ পরিবারগুলোকে সরকার সহায়তা দেওয়ার চেষ্টা করছে। কিন্তু অর্থনৈতিক কারণে তা করতে পারছেন না। তিনি বলেন, আমরা বুঝতে পারছি, জন্মহার হ্রাস অব্যাহত রয়েছে। অনেকে সন্তান লালন-পালন করতে চান, কিন্তু তারা তাদের ইচ্ছা পূরণ করতে পারছেন না।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বলছে, ১৯৫০ সালে দেশটির সরকার তুলনামূলক তথ্য সংগ্রহ শুরুর পর এবারই সবচেয়ে বেশি জনসংখ্যা হ্রাস পেয়েছে। দেশটির জনসংখ্যা হ্রাসের এ ধারা টানা ১৪ বছর ধরে অব্যাহত রয়েছে।

জাপানের অনেক তরুণ-তরুণী বিভিন্ন কারণে দেরিতে বিয়ে করছে এবং সন্তান নিতেও বিলম্ব করছে। এসব কারণের মধ্যে রয়েছে- চাকরির নিরাপত্তা থেকে শুরু করে পরিবর্তিত সামাজিক মূল্যবোধ, যা বিবাহের ওপর কম আগ্রহ।

হায়াশি বলেন, সরকার তরুণদের জন্য মজুরি বাড়ানোর চেষ্টা করছে এবং শিশু লালন-পালনে সহায়তাও প্রদান করছে। আমরা এমন একটি সমাজ প্রতিষ্ঠায় পদক্ষেপ নেব, যেখানে সন্তান ধারণে ইচ্ছুক প্রত্যেক পরিবারই তা নিতে পারে এবং মানসিক শান্তিতে তাদের লালন-পালন করতে পারে।

সোর্স: বণিক বার্তা

 

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর