বেশকিছু চীনা পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা ১০৪ শতাংশ আমদানি শুল্ক আজ ৯ এপ্রিল থেকেই কার্যকর হবে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিত মঙ্গলবার এক ব্রিফিংয়ে এ কথা জানান।
ক্যারোলিন সাংবাদিকদের বলেন, ওয়াশিংটনে ৯ এপ্রিল শুরু হওয়ার সঙ্গে সঙ্গে চীনা পণ্যের ওপর বাড়তি এ আমদানি শুল্ক কার্যকর হয়ে যাবে। এর আগে গত ২ এপ্রিল বিভিন্ন দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনের ওপর আরোপ করা হয় ৩৪ শতাংশ শুল্ক। যদিও আগে দেশটির ওপর ২০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছিল।
ট্রাম্পের শুল্কের জবাবে গেল গত ৪ এপ্রিল যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর ৩৪ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেয় চীন। ১০ এপ্রিল থেকে এই শুল্ক কার্যকর হওয়ার কথা। তবে বেইজিং নতুন করে যে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে, সেটা প্রত্যাহার না করলে দেশটির পণ্যের ওপর আরও ৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দেন ট্রাম্প। সেই মোতাবেক, একদিন আগেই ট্রাম্পের ঘোষণা দেয়া বাড়তি শুল্ক কার্যকর করা হচ্ছে।
চীনের বাণিজ্য মন্ত্রণালয় বলেছে, তারা এই অতিরিক্ত ৫০ শতাংশ শুল্ক “দৃঢ়ভাবে বিরোধিতা” করে এবং এটিকে “ভুলের ওপর আরেকটি ভুল” হিসেবে আখ্যায়িত করেছে। তারা যুক্তরাষ্ট্রের রপ্তানি পণ্যে আরও কঠোর প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত বলেও হুঁশিয়ারি দিয়েছে।
সোর্স: চ্যানেল 24
মন্তব্য করুন: