ajbarta24@gmail.com বৃহঃস্পতিবার, ২০ মার্চ ২০২৫
৬ চৈত্র ১৪৩১

মহাকাশে ২৮৬ দিন আটকে থাকার পর পৃথিবীতে ফিরলেন সুনিতারা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৯ মার্চ ২০২৫ ১৪:০৩ পিএম

সংগৃহীত

নয় মাস মহাকাশে থাকার পর নাসার নভোচারী বুচ উইলমোর ও সুনি উইলিয়ামস অবশেষে পৃথিবীতে ফিরে এসেছেন। তাদের স্পেসএক্স ক্যাপসুলটি পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করার পর চারটি প্যারাশুট খুলে ফ্লোরিডার উপকূলে নিরাপদে পানিতে অবতরণ করে। খবর রয়টার্স।

উদ্ধারকারী জাহাজ ক্যাপসুলটি তুললে বুচ ও সুনি উচ্ছ্বাসের সঙ্গে হাত নেড়ে অভিবাদন জানান। তাদের সঙ্গে ছিলেন নাসার নিক হেগ ও রুশ মহাকাশচারী আলেকজান্ডার গর্বুনভ।

মাত্র আট দিনের মিশনে গিয়ে যানে ত্রুটি দেখা দেয়ায় প্রায় নয় মাস মহাকাশে থাকলেন দুই নভোচারী। ২০২৪ সালের জুনে তারা বোয়িং-এর স্টারলাইনার ক্যাপসুলের পরীক্ষামূলক অভিযানে মহাকাশে যান। তবে যান্ত্রিক সমস্যার কারণে সেটি তাদের ফিরিয়ে আনতে সক্ষম ছিল না। সেপ্টেম্বরে ক্যাপসুলটি খালি অবস্থায় পৃথিবীতে ফিরে আসে। ফলে নাসাকে তাদের জন্য নতুন যানের ব্যবস্থা করতে হয়।

নাসা পরবর্তী স্পেসএক্স মিশনের ক্যাপসুলে দুটি খালি আসন বরাদ্দ করে, যা ছয় মাসের মিশন শেষে তাদের নিয়ে আসে।

ফিরে এসে নভোচারীরা পরিবারের সঙ্গে মিলিত হওয়ার অপেক্ষায় আছেন। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে পৃথিবীতে ফিরে আসার যাত্রায় তাদের লেগেছে ১৭ ঘণ্টা।

সোর্স: বণিক বার্তা

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর