ajbarta24@gmail.com মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
৪ চৈত্র ১৪৩১

ট্রাম্পের সঙ্গে পরামর্শ করেই গাজায় ব্যাপক আকারে নতুন হামলা: হোয়াইট হাউস

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৮ মার্চ ২০২৫ ১২:০৩ পিএম

সংগৃহীত

যুদ্ধবিরতি উপেক্ষে করে গাজায় ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। এ হামলা শুরুর আগে ইসরাইল ট্রাম্পের সঙ্গে পরামর্শ করেছে বলে জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট। মঙ্গলবার এ তথ্য জানানো হয়। সোমবার রাতে গাজায় এ বিমান হামলা চালানো হয়। ফক্স নিউজের বরাত দিয়ে এতথ্য জানিয়েছে আল-জাজিরা।

ফক্স নিউজকে লিভিট বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট করেই বলেছেন যে হামাস, হুথি, ইরানসহ যারা শুধু ইসরায়েল নয় বরং যুক্তরাষ্ট্রকে আতঙ্কিত করতে চায়; তাদের মূল্য দিতে হবে এবং তাদের ওপর ভয়াবহ হামলা হবে।

তিনি আরও বলেছেন, হুথি, হিজবুল্লাহ, হামাস, ইরান এবং ইরান-সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠীদের উচিত প্রেসিডেন্ট ট্রাম্পকে খুব গুরুত্ব সহকারে নেওয়া। কারণ তিনি (ট্রাম্প) আইন মেনে চলা মানুষের পক্ষে দাঁড়াতে এবং যুক্তরাষ্ট্র ও আমাদের মিত্র ইসরায়েলের পক্ষে দাঁড়াতে ভয় পান না।

মূলত যুদ্ধবিরতির অবসান ঘটিয়ে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডজুড়ে ফের ব্যাপক আকারে বিমান হামলা শুরু করেছে ইসরায়েল। ভয়াবহ এই হামলায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা বেড়ে পৌঁছেছে কমপক্ষে ২৩০ জনে। নিহতদের মধ্যে অসংখ্য নারী ও শিশু রয়েছে।

চলতি বছরের ১৯ জানুয়ারি হামাসের সাথে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে গাজায় এটিই ইসরায়েলের সবচেয়ে বড় হামলা।

এদিকে আসন্ন নিরাপত্তা পরিষদের বৈঠকের আগে গাজায় নৃশংস বিমান হামলার পক্ষে যুক্তি দিয়েছেন জাতিসংঘে নিযুক্ত ইসরাইলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন। রাষ্ট্রদূত বলেন, ইসরাইলি বিমান বাহিনী গাজায় হামাসের লক্ষ্যবস্তুতে ধারাবাহিক হামলা শুরু করেছে। আমরা আমাদের শত্রুদের প্রতি কোনো দয়া দেখাব না। আমি স্পষ্ট করে বলতে চাই, আমাদের সব জিম্মির বাড়ি ফিরে না আসা পর্যন্ত ইসরাইল থামবে না।

সোর্স: আমার দেশ



মন্তব্য করুন:

সম্পর্কিত খবর