ajbarta24@gmail.com মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
৪ চৈত্র ১৪৩১

আদালতের আদেশ মানলেন না ট্রাম্প, দুই শতাধিক ভেনেজুয়েলানকে পাঠালেন এল সালভাদরে

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৭ মার্চ ২০২৫ ১২:০৩ পিএম

সংগৃহীত

আদালতের আদেশ উপেক্ষা করে দুই শতাধিক ভেনেজুয়েলার নাগরিককে এল সালভাদরে পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির এ পদক্ষেপের মাত্র কয়েক ঘণ্টা আগেই জোর করে অবৈধ অভিবাসীদের নির্বাসন বন্ধের নির্দেশ দিয়েছিলেন মার্কিন একটি আদালত। খবর বিবিসি।

এল সালভাদরের প্রেসিডেন্ট নায়েব বুকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, স্থানীয় সময় রোববার সকালে একটি সামরিক বিমান তার দেশে অবতরণ করে। এতে ভেনেজুয়েলার কুখ্যাত গ্যাং ‘ত্রেন দে আরাগুয়া’র ২৩৮ সদস্য এবং আন্তর্জাতিক গ্যাং এমএস—১৩এর ২৩ সদস্য ছিল। তবে যুক্তরাষ্ট্র বা এল সালভাদর- কোনো পক্ষই তাদের পরিচয়, অপরাধ কিংবা কে কোন গ্যাংয়ের- সে বিষয়ে নিশ্চিত করেনি।

ট্রাম্প প্রশাসনের এ পদক্ষেপের আগে ফেডারেল বিচারক জেমস বোয়াসবার্গ ১৭৯৮ সালের ‘অ্যালিয়েন এনিমিস অ্যাক্ট’ ব্যবহারের মাধ্যমে নির্বাসন কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছিলেন। তবে এরপরও ওই ব্যক্তিদের বহনকারী বিমান এল সালভাদরে অবতরণ করে। এ নিয়ে ব্যঙ্গ করে বুকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘ওপস... আমার অনেক দেরি হয়ে গেছে।’

বুকেলের পোস্টের সঙ্গে সংযুক্ত একটি ভিডিওতে দেখা যাচ্ছে যে, হাত-পা শিকল দিয়ে বাঁধা অবস্থায় লোকজনের লাইন, যাদের সশস্ত্র কর্মকর্তারা বিমান থেকে নামিয়ে আনছেন।

তবে আদালতের রায় লঙ্ঘনের বিষয়টি অস্বীকার করেছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট। তিনি বলেন, প্রশাসন আদালতের আদেশ 'মান্য করতে অস্বীকৃতি' জানায়নি।

সোর্স: বণিক বার্তা

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর