ajbarta24@gmail.com বুধবার, ১২ মার্চ ২০২৫
২৮ ফাল্গুন ১৪৩১

সিরিয়ায় নিরাপত্তা বাহিনী-আসাদপন্থীদের সংঘর্ষে নিহত হাজার ছাড়িয়েছে

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৯ মার্চ ২০২৫ ১৩:০৩ পিএম

সংগৃহীত

সিরিয়ায় নতুন করে সহিংসতার উত্তাল ঢেউ উঠেছে। দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগতদের সঙ্গে সরকারি নিরাপত্তা বাহিনীর ভয়াবহ সংঘর্ষে দুই দিনে প্রাণ হারিয়েছেন এক হাজারেরও বেশি মানুষ। সংঘর্ষের এই রক্তক্ষয়ী পরিণতি দেশটির দীর্ঘদিনের গৃহযুদ্ধকে আরও জটিল করে তুলেছে।

যুক্তরাজ্যভিত্তিক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, গত বৃহস্পতিবার সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় লাতাকিয়া প্রদেশে আসাদপন্থি গোষ্ঠী ও সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। দুদিন ধরে চলা এই সহিংসতায় ৭৪৫ জন বেসামরিক নাগরিক, ১২৫ জন সরকারি নিরাপত্তা বাহিনীর সদস্য এবং ১৪৮ জন আসাদপন্থি নিহত হয়েছেন। এটি সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সিরিয়ার সবচেয়ে ভয়াবহ সংঘর্ষগুলোর একটি।

পর্যবেক্ষক সংস্থার প্রধান রামি আব্দুল রহমান বলেছেন, সিরিয়ার আলাউই সম্প্রদায়ের প্রাণকেন্দ্র জাবলেহ ও বানিয়াসসহ আশপাশের অঞ্চলে ব্যাপক হত্যাকাণ্ড হয়েছে। সিরিয়ার ১৩ বছরের গৃহযুদ্ধের মধ্যে এটি অন্যতম ভয়াবহ ঘটনা। নিহতদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছেন, যা পরিস্থিতিকে আরও হৃদয়বিদারক করে তুলেছে।

বিশ্লেষকদের মতে, সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারার জন্য এ অঞ্চল নতুন একটি বড় নিরাপত্তা চ্যালেঞ্জ হয়ে উঠেছে। ইতোমধ্যেই দক্ষিণ সিরিয়ায় দ্রুজ বাহিনীর সঙ্গে সংঘর্ষে তাকে প্রতিরোধের মুখোমুখি হতে হয়েছে। ফলে উত্তর ও দক্ষিণ—দুই দিক থেকেই সিরিয়া সরকারের ওপর চাপ বাড়ছে।

সরকারি বাহিনী জানিয়েছে, আসাদপন্থিরা তাদের ওপর অতর্কিত হামলা চালিয়েছে। অন্যদিকে, আসাদের অনুগতদের দাবি, বিশেষ করে লাতাকিয়া ও হোমসের গ্রামীণ অঞ্চলে তাদের সম্প্রদায়ের ওপর দফায় দফায় সহিংস হামলা চালানো হয়েছে। এই সংঘাত কেবল সিরিয়ার নিরাপত্তা ব্যবস্থাকে আরও দুর্বলই করছে না, বরং নতুন করে অস্থিতিশীলতা উসকে দিচ্ছে।

সোর্স: ইনকিলাব

 

 

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর