ajbarta24@gmail.com বৃহঃস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫
২০ চৈত্র ১৪৩১

ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুতির শীর্ষ কর্মকর্তার সাক্ষাৎ

ইন্টারন্যাশনাল ডেস্ক

প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৪ ২০:১০ পিএম

হুতির শীর্ষ কর্মকর্তা মোহাম্মদ আবদেসালামের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: সংগৃহীত

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতির শীর্ষ কর্মকর্তা মোহাম্মদ আবদেসালামের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সোমবার (১৪ অক্টোবর) ওমানের রাজধানী মাসকটে তারা সাক্ষাৎ করেন।

আব্বাস আরাগচির কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে। সেইসঙ্গে তাদের কথোপকথনের একটি ছবিও প্রকাশ করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ছবিটি প্রকাশ করে পররাষ্ট্র মন্ত্রণালয় লিখেছে, আরগচি ইয়েমেন ন্যাশনাল স্যালভেশন গভর্নমেন্টের মুখপাত্র এবং প্রধান আলোচক মোহাম্মদ আবদেসালামের সঙ্গে আলোচনা করেছেন।
গত বছরের নভেম্বর মাস থেকে লোহিত সাগর, এডেন উপসাগর এবং বাব আল-মান্দেব প্রণালীতে ইসরাইল ও তাদের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজগুলোতে হামলা চালাচ্ছে ইয়েমনের ‍হুতিরা। গাজা উপত্যকায় ইসরাইলি হামলার শিকার ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করে হামলা চালাচ্ছে বিদ্রোহী গোষ্ঠীটি।
এর আগে গত সপ্তাহে, আরাগচি কাতার এবং সৌদি আরব সফর করেন। মূলত লেবানন এবং গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার পাশাপাশি অঞ্চলজুড়ে ছড়িয়ে পড়া যুদ্ধ নিয়ন্ত্রণের উপায় নিয়ে আলোচনাই ছিল তার সফরের মূল উদ্দেশ্য।
গত রোববার (১৩ অক্টোবর) ইরাক সফরে গিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তার দেশ ‘যুদ্ধ পরিস্থিতির’ জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে। ইরানিরা যুদ্ধকে ভয় পায় না। তবে ইরান শান্তি চায় বলেও জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, গাজা, লেবানন ও সিরিয়ায় হামলা এবং হামাস, হিজবুল্লাহ ও আইআরজিসির কমান্ডারদের হত্যার জবাবে গত ১ অক্টোবর ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এরপরই প্রতিশোধের হুঙ্কার দেন ইসরাইলের প্রধানমন্ত্রী বিনইয়ামিন নেতানিয়াহু।
সূত্র: আল জাজিরা, আল-আরাবিয়া

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর