ajbarta24@gmail.com মঙ্গলবার, ৭ জানুয়ারি ২০২৫
২৪ পৌষ ১৪৩১

ট্রাম্পের র‍্যালির কাছ থেকে বন্দুকধারী গ্রেপ্তার

ইন্টারন্যাশনাল ডেস্ক

প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৪ ২০:১০ পিএম

ছবি: সংগৃহীত

আমেরিকার ক্যালিফোর্নিয়ায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের র‍্যালির কাছ থেকে অবৈধ দুটি আগ্নেয়াস্ত্রসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় সময় শনিবার তাঁকে গ্রেপ্তার করা হয়।

 মার্কিন গোয়েন্দা বিভাগ স্থানীয় সময় রোববার জানায়, কোচেলায় এক ব্যক্তি গ্রেপ্তার হওয়ার বিষয়টি তারা অবগত। তবে এতে ট্রাম্পের র‍্যালিতে আগত কারও বিপদে পড়তে হয়নি। এক যৌথবিবৃতিতে এফবিআই ও মার্কিন অ্যাটর্নি অফিসের পক্ষ থেকে বলা হয়, এ ঘটনায় তদন্ত চলছে। পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তির নাম ভেম মিলার (৪৯)। তিনি লাস ভেগাসের বাসিন্দা। মিলারের বিরুদ্ধে দুটি অভিযোগ আনা হয়েছিল এবং তাঁকে পাঁচ হাজার ডলারের বিনিময়ে জামিন দেওয়া হয়। আগামী ২ জানুয়ারি আদালতে তাঁর শুনানি হওয়ার কথা।

ট্রাম্পের প্রচার দলের পক্ষ থেকে এ নিয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। ক্যালিফোর্নিয়ায় ট্রাম্পের র‍্যালি করার সিদ্ধান্তে বিস্মিত হয়েছেন বিশ্লেষকেরা। আমেরিকান অঙ্গরাজ্যটিতে ডেমোক্রেটিক ভোটারই বেশি। তবুও ট্রাম্প ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শনিবার ক্যালিফোর্নিয়ার কোচেলাতে একটি বিশাল জনসভা করেছেন।
এর আগে, চলতি বছরের জুলাইয়ে পেনসিলভানিয়ায় এক নির্বাচনী প্রচারে প্রথম বন্দুক হামলার শিকার হন ট্রাম্প। ওই সময় তাঁর কানে গুলি লাগে। এদিকে গত সেপ্টেম্বরে ক্যালিফোর্নিয়ার ওয়েস্ট পাম বিচে অবস্থিত ট্রাম্প ইন্টারন্যাশনাল গলফ ক্লাবের বাইরে থেকে অস্ত্রসহ আরেক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে অভিযুক্ত ওই ব্যক্তি জেলে রয়েছেন।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর