ajbarta24@gmail.com শনিবার, ১৫ মার্চ ২০২৫
৩০ ফাল্গুন ১৪৩১

ইরানের অর্থমন্ত্রী বরখাস্ত

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৩ মার্চ ২০২৫ ১৫:০৩ পিএম

ফাইল ছবি

ইরানের অর্থমন্ত্রী আবদোলনাসের হেম্মাতিকে বরখাস্ত করেছে দেশটির পার্লামেন্ট। ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি ও রিয়ালের দরপতনের কারণে সংসদের ২৭৩ জন সদস্যের মধ্যে ১৮২ জন তার বিরুদ্ধে ভোট দেন। রোববার (২ মার্চ) পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এ ঘোষণা দেন। খবর আল জাজিরা।

মাত্র ছয় মাস আগে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সরকার দায়িত্ব নেয়ার পর এ সিদ্ধান্ত এলো। ২০১৫ সালে এক মার্কিন ডলারের বিপরীতে ৩২ হাজার রিয়াল বিনিময় হতো। কিন্তু গত জুলাইয়ে পেজেশকিয়ান দায়িত্ব নেয়ার সময় তা নেমে আসে ৬ লাখ রিয়ালে। সম্প্রতি আঞ্চলিক উত্তেজনা বেড়ে যাওয়ায় মুদ্রার দর আরো পড়ে বর্তমানে এক ডলারের বিপরীতে ৯ লাখ ৫০ হাজার রিয়ালে পৌঁছেছে।

মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির ফলে জনসাধারণের মধ্যে ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছে, বিশেষ করে আসন্ন নওরোজ নববর্ষের আগে।

ইরানের পার্লামেন্ট সদস্যরা বলেন, ওষুধ ও খাদ্যের মতো নিত্যপণ্য এবং বাসাবাড়ির মূল্যবৃদ্ধি ঠেকাতে ব্যর্থ হয়েছেন হেম্মাতি। এ ছাড়া তিনি বৈদেশিক মুদ্রার বাজারও নিয়ন্ত্রণ করতে পারেননি। এ জন্য তাকে অভিশংসিত করা হয়েছে।

তবে সংসদ অধিবেশনে উপস্থিত প্রেসিডেন্ট পেজেশকিয়ান অর্থমন্ত্রীকে সমর্থন করে বলেন, শত্রুর সঙ্গে একটি পূর্ণাঙ্গ অর্থনৈতিক যুদ্ধে রয়েছি আমরা। আমাদের যুদ্ধকালীন কৌশল নিতে হবে। তিনি আরো বলেন, অর্থনৈতিক সংকটের দায় এক ব্যক্তির ওপর চাপানো ঠিক হবে না।

অভিশংসন চলাকালীন সংসদ সদস্য মোহাম্মদ কাসিম ওসমানি যুক্তি দেন, মুদ্রাস্ফীতি ও বিনিময় হার বৃদ্ধির জন্য বর্তমান সরকারকে দায়ী করা উচিত নয়।

সোর্স: বণিক বার্তা

 

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর