ajbarta24@gmail.com শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
৬ বৈশাখ ১৪৩২

বাংলাদেশ-ভারতসহ বিভিন্ন দেশের সহায়তা প্রোগ্রাম বাতিলের ঘোষণা যুক্তরাষ্ট্রের

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:০২ পিএম
আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৫ ২:১৪ পিএম

ফাইল ছবি

বাংলাদেশসহ বিশ্বের বেশ কয়েকটি দেশের সহায়তা প্রোগ্রাম বাতিল করেছে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রশাসন।

ট্রাম্পের ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্র এবং বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্কের নেতৃত্বাধীন দপ্তর- ডিপার্টমেন্ট অব গভার্নমেন্ট এফিসিয়েন্সি (ডিওজিই) রোববার এক ঘোষণায় জানিয়েছে, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক করার লক্ষ্যে ২৯ মিলিয়ন ডলারের সহায়তা প্রোগ্রামটি বাতিল করেছে যুক্তরাষ্ট্র। এর পাশাপাশি ভারতের ২১ মিলিয়ন ডলারের সহায়তা কর্মসূচিও বাতিল করা হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন ইন্ডিয়া টুডে।

এতে বলা হয়, প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসন বাজেট কমাতে ইতিমধ্যেই নানা পদক্ষেপ নিয়েছে যার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ও ভারতসহ বিশ্বের বেশ কয়েকটি দেশের জন্য মিলিয়ন মিলিয়ন ডলারের তহবিল বাতিল করেছে তারা।

আন্তর্জাতিক সহায়তা কমানোর অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা ও ভারতে নির্বাচনী প্রক্রিয়ায় উন্নতির লক্ষ্যে নেয়া মূল উদ্যোগগুলোকে প্রভাবিত করবে। এই কাটছাঁট যুক্তরাষ্ট্রের বৈদেশিক সহায়তার অগ্রাধিকারকে পুনর্মূল্যায়ন এবং আন্তর্জাতিক উন্নয়ন প্রকল্পে ব্যয় কমানোর জন্য একটি বৃহত্তর প্রচেষ্টার প্রতিফলন।

ইলন মাস্ক বারবার জোর দিয়ে বলেছেন যে, আন্তর্জাতিক সহায়তায় মার্কিন বাজেট না কমালে ‘আমেরিকা দেউলিয়া হয়ে যাবে’। নতুন এই উদ্যোগ মাস্ক নেতৃত্বাধীন বিভাগের বাজেট সংস্কারের সঙ্গে সঙ্গতিপূর্ণ বলে উল্লেখ করেছেন তিনি।

সোর্স: মানবজমিন

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর