ajbarta24@gmail.com শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
৬ বৈশাখ ১৪৩২

কংগ্রেস নেতার স্ত্রীর আইএসআই’য়ের সঙ্গে যোগাযোগ, অভিযোগ বিজেপির

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:০২ পিএম

ফাইল ছবি

কংগ্রেস নেতা গৌরব গগৈয়ের বৃটিশ স্ত্রী এলিজাবেথ কোলবার্নের সঙ্গে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই-র যোগাযোগ রয়েছে বলে অভিযোগ তুলেছে বিজেপি। এই অভিযোগকে ঘিরে আসামের রাজনীতির পাশাপাশি জাতীয় রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে। তবে লোকসভায় বিরোধীদলের উপনেতা তথা আসামের কংগ্রেস সাংসদ গৌরব গগৈ এই দাবিকে হাস্যকর বলে উড়িয়ে দিয়েছেন।

বিজেপির জাতীয় মুখপাত্র গৌরব ভাটিয়া অভিযোগ করেছেন, পাকিস্তানের পরিকল্পনা কমিশনের প্রাক্তন উপদেষ্টা আলী তৌকীর শেখের অধীনে ইসলামাবাদে জলবায়ু ও জ্ঞান উন্নয়ন নেটওয়ার্কের সঙ্গে কাজ করার সময় কোলবার্নের পাকিস্তানি গোয়েন্দা সংস্থার সঙ্গে সম্পর্ক ছিল। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কোলবার্ণের ব্রিটিশ নাগরিকত্ব না ছাড়ার বিষয়টি উল্লেখ করার পর বিতর্ক আরও জোরদার হয়েছে। বিজেপির জাতীয় মুখপাত্র প্রশ্ন তোলেন, গগৈ যে পদে আছেন, তাতে নিরাপত্তা সংক্রান্ত সংবেদনশীল তথ্য পান। সেই পরিস্থিতিতে তাকে লোকসভায় বিরোধীদের উপনেতার পদ থেকে সরিয়ে দেয়া হবে কিনা, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

অবশ্য কংগ্রেস সাংসদ গৌরব গগৈ বলেন, ‘আমার স্ত্রী যদি পাকিস্তানের (গুপ্তচর সংস্থা) আইএসআইয়ের এজেন্ট হয়, তাহলে আমি ভারতের র (ভারতীয় গুপ্তচর সংস্থা) এজেন্ট।’

সেইসঙ্গে কংগ্রেস সাংসদ দাবি করেছেন, বিজেপির হাতে এখন কোনও ইস্যু নেই। তাই এসব ভিত্তিহীন অভিযোগ করছে। গত বছর লোকসভা নির্বাচনের আগেও পরিবারের পাশাপাশি তার বিরুদ্ধে এ রকম প্রচার চালিয়েছিল বিজেপি। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। বরং পালটা জোরহাট লোকসভা আসন থেকে তাকে জিতিয়েছিল মানুষ।

সূত্র: মানবজমিন

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর