ajbarta24@gmail.com রবিবার, ২০ এপ্রিল ২০২৫
৬ বৈশাখ ১৪৩২

বন্দুকধারীর গুলিতে ২ ইসরাইলি সেনা নিহত

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:০২ পিএম

সংগৃহীত

অধিকৃত পশ্চিম তীরে বন্দুকধারীর গুলিতে দুই ইসরাইলি সেনা নিহত হয়েছেন। হামলায় আহত হয়েছেন আরও আট ইসরাইলি সেনা। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) উত্তর পশ্চিম তীরের একটি সেনা চৌকিতে এ হামলার ঘটনা ঘটে। সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছে, মঙ্গলবার উত্তর পশ্চিম তীরের তায়াসিরে একটি সেনা চৌকিতে প্রবেশ করে গুলি চালায় এক বন্দুকধারী। এ ঘটনায় দুই সেনা নিহত ও আট জন আহত হন। পরে ইসরাইলি সেনাদের পাল্টা গুলিতে হামলাকারী নিহত হন।

নিহত এক সেনার পরিচয় দিয়েছে আইডিএফ। তিনি হলেন সার্জেন্ট ওফের ইয়ং (৩৯)। অপর নিহম সেনার পরিচয় পরে প্রকাশ কা হবে বলে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে।

আইডিএফ জানিয়েছে, প্রাথমিক তদন্তে জানা গেছে, সকাল ৬টার দিকে সেনা চৌকিতে প্রবেশ করে সেনাদের লক্ষ্য করে গুলি চালায় বন্দুকধারী।

হামলাকারীর পরিচয় এখনও জানা যায়নি। তবে তার কাছে একটি এম-১৬ অ্যাসল্ট রাইফেল এবং দুটি ম্যাগাজিন ছিল বলে আইডিএফ জানায়।

এদিকে গাজায় যুদ্ধবিরতির মধ্যে পশ্চিম তীরে ব্যাপক অভিযান চালাচ্ছে ইসরাইলি সামরিক বাহিনী। গত রোববার অধিকৃত পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে দফায় দফায় বিমান হামলা চালায় ইসরাইলি বাহিনীর। হামলায় অন্তত ২৩ বাড়ি ধ্বংস হয়ে যায়।

ইসরাইলের সেনাবাহিনী গত মাস থেকে পশ্চিম তীরে অভিযান শুরু করেছে। এ অভিযানের নাম দেয়া হয়েছে আয়রন ওয়াল। জানুয়ারির মাঝামাঝি সময় থেকে পশ্চিম তীরে ইসরাইলের হামলায় ৫০ ফিলিস্তিনি যোদ্ধা নিহত হয়েছে।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর