ajbarta24@gmail.com বৃহঃস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫
১৯ চৈত্র ১৪৩১

অব্যাহত সমালোচনা আর চাপের যের

অবশেষে টিউলিপ সিদ্দিকের পদত্যাগ

ইন্টারন্যাশনাল ডেস্ক

প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২৫ ০১:০১ এএম
আপডেট: ১৫ জানুয়ারি ২০২৫ ২:০২ এএম

ফাইল ছবি

একের পর এক অপকর্ম সামনে চলে আসায় তীব্র সমালোচনার মুখে পদত্যাগ করেছেন যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিক (৪২)। তিনি বাংলাদেশে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার কন্যা।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাতে অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতিবিষয়ক মিনিস্টার (ইকোনমিক সেক্রেটারি) টিউলিপ নিজেই তাঁর এক্স হ্যান্ডেলে এ তথ্য জানান। এই পোস্টের নিজের পদত্যাগপত্রও সংযুক্ত করেছেন তিনি। 

দ্য গার্ডিয়ান, রয়টার্স  ও এএফপির প্রতিবেদনেও এই তথ্য জানানো হয়।

প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কাছে লেখা পদত্যাগপত্রে টিউলিপ বলেছেন, মন্ত্রী পর্যায়ের মানদণ্ড বিষয়ক উপদেষ্টা লরি ম্যাগনাস বিষয়টি পর্যালোচনা করার পর নিশ্চিত করেছেন যে তিনি নিয়ম লঙ্ঘন করেননি। 

"তবুও বিভ্রান্তি এড়াতে আমি নগর মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছি," বলেন যুক্তরাজ্যের আর্থিক খাতে দুর্নীতি বন্ধের দায়িত্ব থাকা মন্ত্রী টিউলিপ। 

শেখ হাসিনার সঙ্গে আর্থিক সম্পর্কের নিয়ে সম্প্রতি বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম বেশ কিছু প্রতিবেদন প্রকাশিত হয়। এসব প্রতিবেদনে টিউলিপের বিরুদ্ধে শেখ হাসিনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের দেওয়া একাধিক সম্পত্তিতে বসবাসসহ বেশ কিছু অভিযোগ আনা হয়।

এর আগে শেখ হাসিনা সরকার আমলে বাংলাদেশে ৯টি অবকাঠামো প্রকল্প থেকে ৮০ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ ওঠে। তাতে শেখ হাসিনা ও তাঁর পরিবারের অন্যান্য সদস্যের সঙ্গে টিউলিপ সিদ্দিকের নাম আসে। ওই অভিযোগ তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর