ভয়াবহ দাবানলের আগুনে ক্রমশ পুড়ে ছাই হচ্ছে লস অ্যাঞ্জেলেস। দ্রুত ছড়িয়ে পড়া আগুনে এ পর্যন্ত পাঁচজনের মৃত্যু হয়েছে।
অজানা আশঙ্কায় শঙ্কিত হয়ে পড়ছে সেখানকার মানুষ। প্রাণ বাঁচাতে ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছেন তারা। এমন ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে দমকল বাহিনীর কর্মীরা। পানি সরবরাহেও ঘাটতি দেখার সম্ভাবনা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে ১ লাখের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওই অঞ্চলটির এমন ভয়াবহ পরিস্থিতির মধ্যে ইতালি সফর বাতিল করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে জারি করা হয়েছে উচ্চ সতর্কতা। এ খবর দিয়ে বার্তা সংস্থা রয়টার্স বলছে, ঝড়ো বাতাসের ফলে দাবানলের আগুন অতি দ্রুত ছড়িয়ে পড়ছে চারিদিক। গত মঙ্গলবার থেকে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে অগ্নিনির্বাপণ কর্মীরা। তবে তারা কোনো কূলকিনারা করতে পারছে না।এরই মধ্যে হলিউড হিলস বিভাগেও আগুন পৌঁছে গেছে।
ফায়ার সার্ভিসের প্রধান ক্রিস্টিন ক্রাউন এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় অনেক মানুষকে সরিয়ে নেয়া হয়েছে। এ পর্যন্ত যুক্তরাষ্ট্রের ওই অঞ্চলটিতে পৃথকভাবে মোট ছয়টি স্থানে দাবানলের ঘটনা ঘটেছে। লস অ্যাঞ্জেলেসের পশ্চিম পাশে প্যালিসেডসের সান্তা মনিকা এবং মালিবুর মধ্যবর্তী পাহাড়ের প্রায় ১৫ হাজার ৮৩২ একর ভূখণ্ড পুড়ে গেছে। এরমধ্যে দাবানলের আগুনে পুড়ে ছাই হয়েছে ১ হাজারের বেশি ঘরবাড়ি ও বিভিন্ন পর্যায়ের স্থাপনা।
এই আগুন দ্রুত টোপাঙ্গার দিকে ধাবিত হয়েছে। বলা হচ্ছে লস অ্যাঞ্জেলেসের ভয়াবহ দাবানলের মধ্যে এটিই সর্বোচ্চ ভয়ঙ্কর রূপ নিয়েছে।
মন্তব্য করুন: