জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ডেমোক্রেট দলের মুখপাত্র অ্যাঞ্জেলা উরেনা। এক্সের এক পোস্টে তিনি লিখেছেন, ক্লিনটন এখনও ভালো মেজাজে আছেন এবং তার সঠিক যত্ন নেয়া হচ্ছে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে বলা হয়, সোমবার সন্ধ্যায় ক্লিনটনকে ওয়াশিংটন ডিসির জর্জটাউন ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়। এ
জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ডেমোক্রেট দলের মুখপাত্র অ্যাঞ্জেলা উরেনা। এক্সের এক পোস্টে তিনি লিখেছেন, ক্লিনটন এখনও ভালো মেজাজে আছেন এবং তার সঠিক যত্ন নেয়া হচ্ছে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।
এতে বলা হয়, সোমবার সন্ধ্যায় ক্লিনটনকে ওয়াশিংটন ডিসির জর্জটাউন ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়। এ বছর একাধিকবার শারীরিক সমস্যায় পড়েছেন ৭৮ বছর বয়সী ক্লিনটন। তার ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং সাবেক প্রেসিডেন্ট দ্রুতই সেরে উঠবেন। প্রসঙ্গত, বিল ক্লিনটন যুক্তরাষ্ট্রের ৪২তম প্রেসিডেন্ট। তিনি ১৯৯৩ থেকে ২০০১ সাল পর্যন্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে ২০২১ সালে রক্তে সংক্রমণের ফলে অসুস্থ হয়েছিলেন ক্লিনটন। সেসময় ক্যালফোর্নিয়ার একটি হাসপাতালে ছয়দিন ভর্তি ছিলেন তিনি। এছাড়া আগে একাধিকবার হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক এই প্রেসিডেন্ট।
২০০৪ সালে ৫৮ বছর বয়সে ক্লিনটনের হৃদরোগের বাইপাস সার্জারি করা হয়। এর দশ বছর পরে তিনি পুনরায় বুকে ব্যথায় হাসপাতালে গিয়েছিলেন। তার শরীরে দুইবার অস্ত্রোপচার করা হয়েছে। চর্বিযুক্ত খাবারের প্রতি ক্লিনটনের অধিক টান থাকলেও বাধ্য হয়ে তিনি নিরামিষভোজী হয়ে ওঠেন। ২০১৬ সালে পলিটিকোকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, যদি নিরামিষভোজী না হতাম তাহলে হয়ত আমি আর বাঁচতামই না।
মন্তব্য করুন: