ইসরাইল ফিলিস্তিনের গাজায় যুদ্ধাপরাধ ও জাতিগত নিধন চালাচ্ছে বলে স্বীকার করেছেন খোদ সাবেক ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী মোশে ইয়ালন। সোমবার (২ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় যুদ্ধাপরাধ এবং জাতিগত নিধনের জন্য ইসরাইলকে অভিযুক্ত করেছেন সাবেক ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী মোশে ইয়ালন। তিনি ২০১৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত নেতানিয়াহুর প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ইয়ালন ইসরাইলি সংবাদমাধ্যমকে বলেন, নেতানিয়াহুর অতি-ডানপন্থি মন্ত্রিসভার কট্টরপন্থিরা উত্তর গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে সেখানে আবার বসতি স্থাপন করতে চাইছে।
ইসরাইলের পাবলিক ব্রডকাস্টার কানকে ইয়ালন বলেছেন, ‘সেখানে (গাজায়) যা ঘটছে এবং আমাদের কাছ থেকে গোপন করা হচ্ছে, সে সম্পর্কে আমি সতর্ক করতে বাধ্য হয়েছি।’
ইয়ালনের মতে, দিন শেষে গাজায় যুদ্ধাপরাধ সংঘটিত হচ্ছে।
অন্যদিকে নেতানিয়াহুর দল লিকুদ পার্টি ইয়ালনকে ‘নিন্দিত মিথ্যা’ ছড়ানোর জন্য অভিযুক্ত করেছে। পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সা’রও বলেছেন, তার অভিযোগ ভিত্তিহীন।
গিডিয়ন সা’রও এক সংবাদ সম্মেলনে বলেন, ‘ইসরাইল যা কিছু করে তা আন্তর্জাতিক আইন অনুসারে করে এবং এটি দুঃখের বিষয় যে, সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়ালন (ইসরাইলের) যে ক্ষতি করেছেন, তা তিনি উপলব্ধি করেন না এবং তার মন্তব্যও তিনি প্রত্যাহার করছেন না।’
উল্লেখ্য, টানা প্রায় ১৪ মাস ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে হামলা চালাচ্ছে ইসরাইলি সেনাবাহিনী। তাদের এই বর্বরতায় নিহত হয়েছেন ৪৪ হাজারেরও বেশি ফিলিস্তিনি। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। এই হামলা থেকে বাদ যায়নি গাজার স্কুল, মসজিদ এমনকি হাসপাতালের মতো স্থাপনাও।
মন্তব্য করুন: