ajbarta24@gmail.com বৃহঃস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫
২০ চৈত্র ১৪৩১

নাসরাল্লাহর সম্ভাব্য উত্তরসূরি সম্ভবত নিহত: ইসরায়েল

ইন্টারন্যাশনাল ডেস্ক

প্রকাশিত: ০৮ অক্টোবর ২০২৪ ২২:১০ পিএম

বৈরুতে হামলা জোরদার করেছে ইসরায়েল। ছবি: রয়টার্স।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেছেন, হিজবুল্লাহ’র সিনিয়র নেতা হাশেম সাফিয়েদ্দীন সম্ভবত নিহত হয়েছেন। মঙ্গলবার (৮ অক্টোবর) এক বিবৃতিতে গ্যালান্ট বলেন, বৈরুতের দাহিয়েহ এলাকায় ইসরায়েলি বিমান হামলার পর থেকে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল সাফিয়েদ্দীন।

এখনও তার কোনও হদিস পাওয়া যায়নি। তিনি নিহত হাসান নাসরুল্লাহর সম্ভাব্য উত্তরসূরি হিসেবে ব্যাপকভাবে পরিচিত হয়েছিলেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনীর উত্তর কমান্ড সেন্টারে অফিসারদের উদ্দেশে সংক্ষিপ্ত ভিডিওবার্তায় গ্যালান্ট বলেন, নাসরাল্লাহর উত্তরসূরি সম্ভবত নিহত হয়েছেন। হিজবুল্লাহ এখন একটি প্রধানহীন সংগঠন।
তিনি আরও বলেন, ‘হিজবুল্লাহর এখন কেউ সিদ্ধান্ত নেওয়ার নেই, কেউ কাজ করার নেই।’
নাসরাল্লাহর মতো সাফিয়েদ্দিন একজন আলেম। তিনিও কালো পাগড়ি পরতেন। তিন দশকেরও বেশি সময় ধরে লেবাননের শিয়া গোষ্ঠীকে নেতৃত্বদানকারী নাসরাল্লাহর সাথে তার শারীরিক সাদৃশ্যও রয়েছে।
হিজবুল্লাহর নির্বাহী পরিষদের প্রধান হিসেবে তিনি গোষ্ঠীর রাজনৈতিক কার্যক্রম তদারকি করেছেন, পাশাপাশি এর সামরিক কার্যক্রম পরিচালনাকারী জিহাদ কাউন্সিলেও বসেছেন।
তবে সাফিয়েদ্দিন ২৭ সেপ্টেম্বর সন্ধ্যায় বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন না। ওইদিনই ওই বৈঠকে বিমান হামলা চালিয়ে নাসরাল্লাহকে হত্যা করেছিল ইসরায়েলি বাহিনী।
দক্ষিণ-পশ্চিম লেবাননে ব্যাপক স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী। বৈরুতের মেয়র বলেছেন, রাজধানীতে এখন আর কোনও নিরাপদ জায়গা নেই।
এদিকে গ্যালান্টের ঘোষণার ভিডিও প্রকাশের আগে প্রচারিত এক টেলিভিশন ভাষণে হিজবুল্লাহর উপনেতা নাইম কাসেম গাজায় যুদ্ধবিরতি নিশ্চিত করার প্রচেষ্টাকে সমর্থন করেছেন।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর