কুয়েতে ভিসা সিন্ডিকেট ভাঙা গেলে ভিসার দাম নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। গতকাল মঙ্গলবার কুয়েতে বাংলাদেশি গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে একথা বলেন তিনি।
পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ‘ভালো বেতনে দক্ষ শ্রমিকরা আসতে কম খরচ হয়। কিন্তু স্বল্প আয়ের শ্রমিকদের ক্ষেত্রে ভিসার দাম ৭ লাখ ৮ লাখ টাকা নেওয়া হয়। দালালরা নিজেরা পছন্দমতো লোক বাছাই করতে পারে– তাই নিজের ইচ্ছেমতো দামে ভিসা বিক্রি করে থাকে। এই জন্য আমরা চাচ্ছি অন্যান্য দেশে শ্রমিক পাঠানোর মতো ডাটাবেজ তৈরি করতে। বাংলাদেশিদের ভিসার ক্ষেত্রে লামানার বাতিলের বিষয়েও আলোচনা হয়। এক্ষেত্রে বাংলাদেশি কমিউনিটিকে ভূমিকা রাখতে হবে স্থানীয় কানুন মেনে চলতে হবে।’
মো. তৌহিদ হোসেন আরও বলেন, ‘কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপর্যায় প্রতিনিধি দলের সঙ্গে বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। তাদের বাংলাদেশে ভ্রমণের আমন্ত্রণ জানিয়েছি। তারাও বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে।’
গত ৪ নভেম্বর কাউন্টার টেরোরিজম ইস্যুতে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলনে যোগ দিতে কুয়েতে আসেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বৈঠক শেষে আজ বুধবার দেশে ফেরার কথা রয়েছে তাঁর।
কুয়েতে বাংলাদেশ প্রেসক্লাব নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন কুয়েতে বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন ও কাউন্সিলর ও দূতালায় প্রধান মোহাম্মদ মনিরুজ্জামান। এছাড়া প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন সরকার সুমন, সাধারণ সম্পাদক আ হ জুবেদ, মোহাম্মদ হেব্জু মিয়া, আবু বক্কর পাভেল প্রমুখ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন: