যুদ্ধবিধ্বস্ত লেবাননে আটকে পড়া অনিয়মিত প্রবাসী যারা নিবন্ধন করেও ফিরে আসছেন না তাঁদের দায়-দায়িত্ব নিজেদের বহন করতে হবে বলে জানিয়েছে বৈরুতের বাংলাদেশ দূতাবাস। ৫ নভেম্বর (সোমবার) এক বিজ্ঞপ্তিতে দূতাবাসের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, লেবাননে চলমান সংঘাতময় পরিস্থিতির কারণে যে সকল অনিয়মিত প্রবাসীরা আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) ব্যবস্থাপনায় দেশে ফেরত যাবার বিষয়ে যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করেছেন। কিন্তু পরবর্তীতে দেশে যাওয়ার বিষয়ে অনিচ্ছা প্রকাশ করছেন, তাঁদের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, পরবর্তীতে দূতাবাসের ব্যবস্থাপনায় অথবা আইওএমের মাধ্যমে বিমানযোগে দেশে ফেরত নেওয়ার ব্যবস্থা করা সম্ভব হবে না।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভবিষ্যতে অনিয়মিত প্রবাসীরা কোনো প্রকার আইনি জটিলতার সম্মুখীন হলে সকল দায়-দায়িত্ব নিজেদের বহন করতে হবে।
দূতাবাস জানায়, মেয়াদসহ মূল পাসপোর্ট আছে কিন্তু ইকামার মেয়াদ নেই অথবা ইকামা সংগ্রহ করেনি, মূল পাসপোর্ট আছে কিন্তু মেয়াদ উত্তীর্ণ কিংবা মূল পাসপোর্ট নেই। শুধু ফটোকপি আছে, শুধু বিএমইটি বা ম্যানপাওয়ার কার্ড আছে কিংবা পাসপোর্ট বা ইকামা বা বিএমইটি বা ম্যানপাওয়ার কার্ড নেই, শুধু জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদ আছে- এ ধরনের ব্যক্তিরা লেবাননে অনিয়মিত কর্মী হিসেবে বিবেচিত হয়ে থাকেন।
মন্তব্য করুন: