[email protected] শুক্রবার, ১১ জুলাই ২০২৫
২৬ আষাঢ় ১৪৩২

ইতালিতে ‘মিলান বাংলাদেশ উৎসব২০২৫’ অনুষ্ঠিত, ফাহমিদুলকে বিশেষ সম্মাননা প্রদান!

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৯ জুলাই ২০২৫ ১৭:০৭ পিএম

ছবি : সংগৃহীত

নতুন প্রজন্ম ও ইতালীয়দের মাঝে দেশীয় সংস্কৃতিকে পরিচয় করিয়ে দেয়ার লক্ষ্যে ইতালিতে ‘মিলান বাংলাদেশ উৎসব২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। ফিতা কেটে এই আয়োজনের শুভ উদ্বোধন করেন আয়োজক ইউরোমন্ডো গ্রুপের চেয়ারম্যান নুরুল আফসার বাবুল।

অনুষ্ঠানে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় বাংলাদেশের জাতীয় ফুটবল দলের খেলোয়াড় ফাহমিদুল ইসলামকে। গত ৬ জুলাই মিলানের একটি খোলা মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নেয় হাজার হাজার দর্শক।

দিনব্যাপী অনুষ্ঠানে বাংলাদেশ ও ইতালীয় জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয় আয়োজন। ছিল দেশীয় খাবারসহ বিভিন্ন পণ্যের স্টল। এ সময় সম্মাননা প্রদানসহ বিভিন্ন ইভেন্ট শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। অনুষ্ঠান উপস্থাপনা করেন অভিনেত্রী স্বর্ণলতা দেবনাথ।

এ সময় নৃত্য পরিবেশন করে প্রবাসীদের শ্রদ্ধা জানান অভিনেত্রী তানহা তাসনিয়া। সংগীত পরিবেশন করেন সাগর বাউল। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মিলানো পৌরসভা পাঁচের কাউন্সিলর বিবাস চন্দ্র কর।

অনুষ্ঠান সহযোগী ছিলেন- নুর মোহাম্মদ মালেক, রুহুল আমিন রাহুল, মামুন হাওলাদার, মারুফুল ইসলাম রুবেল, খোরশেদ আলম শ্রাবণ বাবলু হাজারী, মো. সোহেল ফরাজী, সুমন আহমেদসহ আরো অনেকে।

এ সময় শিশুদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। উৎসবে অংশ নেয় ইউরোপ ও ইতালির বিভিন্ন শহর থেকে আগত হাজার হাজার দর্শক। দেশের শিল্পীদের নাচ গান সরাসরি উপভোগ করে আনন্দে আত্মহারা ছিলেন তারা। নাচে গানে হাজারো দর্শক হৃদয়ে ভালোবাসা আর আনন্দ ভড়িয়ে দেন তারকারা।

এই অনুষ্ঠানের মাধ্যমে প্রবাসী নতুন প্রজন্ম ও বিদেশীদের মাঝে বাংলাদেশের কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্য পরিচিতি লাভ করবে এমনটি প্রত্যাশা আয়োজকদের। হাজারো বাংলাদেশীদের মিলন মেলায় মিলানের এই উৎসব প্রাঙ্গণ যেন হয়ে উঠেছিল এক টুকরো বাংলাদেশ।

সোর্স: চ্যানেল২৪

 

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর