ajbarta24@gmail.com রবিবার, ৬ এপ্রিল ২০২৫
২৩ চৈত্র ১৪৩১

মালয়েশিয়ার জঙ্গলে বাংলাদেশি বৃদ্ধ, ঠিকানা খুঁজছেন প্রবাসীরা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৫ এপ্রিল ২০২৫ ১৮:০৪ পিএম

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মালয়েশিয়ার এক প্রবাসীর ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায় দেশটির প্রবাসীরা পেনাং অঞ্চলের জঙ্গলের ভেতরে অবস্থিত একটি ঝুপড়ি ঘর থেকে এক বয়স্ক ব্যক্তিকে উদ্ধার করেছেন যিনি ঠিক মতো চোখে দেখতে পারেন না এবং তার শারীরিক অবস্থা খুব খারাপ।

প্রবাসীরা ওই ভিডিওর মাধ্যমে বয়স্ক ব্যক্তিটির বাংলাদেশের ঠিকানা জানতে চেয়েছেন যাতে করে তারা দ্রুত তাকে দেশে পাঠাতে পারেন।

ভিডিওতে বয়স্ক লোকটি নিজের বাড়ি লৌহজংয়ে বলে জানান। তার ছেলের নাম সোহান ও মেয়ের নাম লিপি।

ভিডিওতে প্রবাসীরা জানান, ওই বয়স্ক লোকটি পেনাংয়ের জঙ্গলে বিগত ৩ বছর ধরে আছেন। তিনি চোখে দেখতে পারেন না।

বয়স্ক লোকটির সঠিক ঠিকানা খোঁজার জন্য দেশের মানুষের কাছে সাহায্য চেয়ে প্রবাসীরা বলেন, বয়স্ক মানুষটিকে আমরা দেশে তার পরিবারের কাছে ফেরত পাঠাতে চাই। এ জন্য যত টাকা লাগবে আমরা প্রবাসীরা যেভাবেই হোক জোগাড় করব। তবে শুধু টাকা হলেই হবে না। লোকটির সঠিক ঠিকানা খুজে বের করতে হবে। তা না হলে তিনি দেশে গিয়েও একই অবস্থায় পড়বে। তাই তার ঠিকানা খুজে বের করতে দেশের মানুষের সাহায্য খুবই জরুরি।

সোর্স: সমকাল 

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর