ajbarta24@gmail.com সোমবার, ৩১ মার্চ ২০২৫
১৭ চৈত্র ১৪৩১

লটারিতে ৬৫ কোটি টাকা জেতার খবর পেলেন প্রবাসী বাংলাদেশি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৪ মার্চ ২০২৫ ১৬:০৩ পিএম

সংগৃহীত

সংগৃহীত

লটারির মাধ্যমে নিজের ভাগ্য বদলে ফেলেছেন এক প্রবাসী বাংলাদেশি। সংযুক্ত আরব আমিরাতের শহর দুবাইয়ে লটারিতে ২০ মিলিয়ন দিরহাম জিতেছেন তিনি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৫ কোটি টাকা।

সোমবার (০৩ মার্চ) খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

লটারি জেতা ওই বাংলাদেশির নাম জাহাঙ্গীর আলম। সোমবার তিনি আবুধাবি বিগ টিকিট ড্রতে ২০ মিলিয়ন দিরহাম জিতেছেন। গত ১১ ফেব্রুয়ারি তিনি এ টিকিট কিনেন। একটি টিকিটেই তার ভাগ্য বদলে গেছে।

খালিজ টাইমস জানিয়েছে, ৪৪ বছর বয়সী জাহাঙ্গীর জাহাজ নির্মাণ শিল্পে কাজ করেন। তিনি গত ছয় বছর ধরে দুবাইতে বসবাস করছেন। গত তিন বছর ধরে তিনি বিগ টিকিট ড্রতে অংশ নিচ্ছেন। প্রতি মাসে ১৪ বন্ধুর একটি দলের সঙ্গে তিনি টিকিট কিনতেন।

জাহাঙ্গীর বলেন, যখন কলটি আসে, আমি তখন নামাজে ছিলাম। যখন আমি বাইরে বের হলাম, আমার বন্ধু আমাকে অবিশ্বাস্য খবরটি জানায়।

জয়ের অর্থ দিয়ে জাহাঙ্গীর দুবাইতে একটি ছোট ব্যবসা শুরু করার এবং তার বন্ধুদের সাথে এই উদ্যোগ ভাগ করে নেওয়ার স্বপ্ন দেখেন। তিনি বলেন, আমি অবশ্যই টিকিট কিনতে থাকব। আমি আশা করি আমার গল্পে অন্যরা অনুপ্রাণিত হবে এবং এই অবিশ্বাস্য যাত্রার অংশ হতে এগিয়ে আসবে।

সোর্স: কালবেলা

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর