ajbarta24@gmail.com সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
৮ পৌষ ১৪৩১

আত্মকর্মসংস্থানে সহজেই ঋণ সুবিধা পাবেন বিদেশফেরত কর্মীরা, স্মারক স্বাক্ষর

ন্যাশনাল ডেস্ক

প্রকাশিত: ০৪ ডিসেম্বর ২০২৪ ২০:১২ পিএম

সংগৃহীত ছবি

বিদেশফেরত অভিবাসী কর্মীদের ঋণ সুবিধার লক্ষ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের রেইজ প্রকল্প এবং কর্মসংস্থান ব্যাংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এ স্মারক স্বাক্ষরের ফলে বিদেশফেরত অভিবাসী কর্মীরা আত্মকর্মসংস্থানে সহজেই ঋণ সুবিধা পাবেন।

৪ ডিসেম্বর বুধবার ঢাকার ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনে প্রকল্পের সম্মেলন কক্ষে রেইজ প্রকল্পের পক্ষে প্রকল্প পরিচালক ড.এ.টি.এম.মাহাবুব-উল আলম এবং কর্মসংস্থান ব্যাংকের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরী সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

প্রকল্প পরিচালকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক সোয়াইব আহমাদ খান বলেন, ‘২০১৫ সাল থেকে বিদেশফেরত অভিবাসী কর্মীদের রেফারেলের আওতায় বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে কারিগরি প্রশিক্ষণ, উদ্যোক্তা উন্নয়ন এবং আর্থিক কর্মসূচীতে অন্তর্ভুক্তকরণের মাধ্যমে তাঁদের পুনঃএকত্রীকরণ তথা আত্মকর্মসংস্থানে সহযোগিতা প্রদান করা হচ্ছে।’

তিনি বলেন, ‘প্রকল্পের উপকারভোগী ২ লাখ কর্মীর নিবন্ধনসহ ওরিয়েন্টেশান, কাউন্সেলিং এবং রেফারেল কার্যক্রম শেষ হয়েছে। ইতিমধ্যে ১ লাখ ১০ হাজার কর্মীর ব্যাংক হিসাবে ১৩ হাজার ৫০০ টাকা করে ১৪৮ কোটি ৫০ লাখ টাকা প্রণোদনার অর্থ প্রেরণ করা হয়েছে। অবশিষ্ট কর্মীদের প্রণোদনা দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে। ৩০টি জেলায় ওয়েলফেয়ার সেন্টার স্থাপনের মাধ্যমে সারা দেশে প্রকল্পের কার্যক্রম পরিচালিত হচ্ছে।’

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বোর্ডের পরিচালক মো. গিয়াস উদ্দীন, উপব্যবস্থাপনা পরিচালক মেহের সুলতানা, ডিজিএম মশিউর রহমান, উপ প্রকল্প পরিচালক জাহিদ আনোয়ার ও সহকারী পরিচালক নাজমুল হক প্রমুখ।

 

সূত্র : কালের কন্ঠ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর