নিলামে ৬.২ মিলিয়ন মার্কিন ডলারে কেনা একটি কলা খেয়ে ফেলেছেন ক্রেতা চীনা বংশোদ্ভূত ক্রিপ্টোকারেন্সি ব্যবসায়ী জাস্টিন মুন।
গত সপ্তাহে সদেবিজ-এর শিল্প নিলামে তিনি এটি কিনেছিলেন। কেনার পরপরই কলাটি খেয়ে ফেলার কথা জানিয়েছিলেন তিনি।
গত শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, জাস্টিন মুন হংকংয়ে সংবাদ সম্মেলন ডেকে সাংবাদিকদের সামনে কলাটি খেয়েছেন।
কলাটি খাওয়ার পর তিনি বলেন, “এটি অন্যান্য কলার চেয়ে অনেক ভালো।”
টেপ দিয়ে দেয়ালে আটকে রাখা কলা চিত্রকর্মটি বিক্রি হলো বাংলাদেশী টাকার ৭২ কোটিতে।
তিনি আরও বলেন, “সংবাদ সম্মেলনে কলাটি খাওয়ার ঘটনাও শিল্পকর্মের ইতিহাসের একটি অংশ হয়ে উঠতে পারে।”
নিউইয়র্কের ম্যানহাটন শহরের এক বাংলাদেশি ফল ব্যবসায়ীর কাছ থেকে মাত্র ৩৫ সেন্টে বা বাংলাদেশী ৪২ টাকায় কলাটি কেনা হয়।
এরপর দেওয়ালে স্কচটেপের মাধ্যমে সেঁটে দিয়ে কলাটিকে দেওয়া হয় “শিল্পকর্মের” খেতাব।
মাত্র পাঁচ মিনিটের নিলাম শেষে ছয় প্রতিদ্বন্দ্বীকে পেছনে ফেলে জাস্টিন সান শিল্পকর্মটি কিনে নেন। পরে তিনি এক বিবৃতিতে বলেন, “আমি নিজে কলাটি খেয়ে এই অনন্য শিল্প অভিজ্ঞতার অংশ হতে চাই।”
মন্তব্য করুন: