রাজধানীর মোহাম্মদপুরে একটি ফ্ল্যাটে লায়লা আফরোজ ও তার স্কুলপড়ুয়া মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজকে হত্যার ঘটনায় মামলা করা হয়েছে। গতকাল সোমবার রাতে নিহত লায়লা আফরোজের স্বামী আ জ ম আজিজুল ইসলাম মোহাম্মদপুর থানায় মামলাটি দায়ের করেন। মামলায় খণ্ডকালীন গৃহকর্মী মোছা. আয়েশাকে একমাত্র আসামি করা হয়েছে।
মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) রকিবুজ্জামান তালুকদার জানান, মাত্র চার দিন আগে ওই ফ্ল্যাটে কাজ শুরু করেছিলেন আয়েশা। মামলার অভিযোগ অনুযায়ী, সোমবার সকালে কর্মস্থলে যাওয়ার পর আজিজুল ইসলাম স্ত্রীকে একাধিকবার ফোন দিলেও যোগাযোগ করতে পারেননি। পরে বেলা ১১টার দিকে বাসায় ফিরে তিনি স্ত্রীকে গলা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতসহ মৃত অবস্থায় দেখতে পান।
নাফিসাকে বাসার গেটের কাছে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, আয়েশা সকাল ৭টা ৫১ মিনিটে বাসায় ঢুকে ৯টা ৩৫ মিনিটে নাফিসার স্কুল ড্রেস পরে বের হন। অভিযোগ রয়েছে, তিনি মোবাইল ফোন, ল্যাপটপ, স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ নিয়ে পালিয়ে যান।
পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।
মন্তব্য করুন: