প্রকাশিত:
১৯ অক্টোবর ২০২৫ ১৬:১০ পিএম
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাদিরদী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭টি দোকান পুড়ে গেছে।
শনিবার রাত সাড়ে ১০টার দিকে সাতৈর ইউনিয়নের এই বাজারে আগুন লাগে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, মাছ বাজারসংলগ্ন বাচ্চু মোল্যার মার্কেটে নাসির দর্জির দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই আগুন লাগে।
আগুনে চারটি মার্কেটের টেইলার্স, মনোহরি, ওষুধ, বীজ ভান্ডার, জুতা, রেস্টুরেন্টসহ ১৭টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।
খবর পেয়ে মধুখালী ও বোয়ালমারী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ও স্থানীয়রা দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ হয়নি, তবে স্থানীয় ইউপি সদস্য বুলবুল হোসেন জানান, ক্ষতি কোটি টাকার বেশি হতে পারে।
বোয়ালমারী ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনতে স্থানীয়দের সহায়তা ছিল গুরুত্বপূর্ণ।
মন্তব্য করুন: