২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবারে গড় পাসের হার ৫৮.৮৩ শতাংশ, যা গত বছরের তুলনায় প্রায় ১৯ শতাংশ কম। বৃহস্পতিবার সকাল ১০টায় দেশের সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়।
সবচেয়ে বেশি ফেল করেছে ইংরেজি বিষয়ে। বোর্ডভিত্তিক পাসের হারে শীর্ষে মাদরাসা বোর্ড (৭৫.৬১%) এবং সর্বনিম্ন কুমিল্লা বোর্ড (৪৮.৮৬%)। ঢাকা বোর্ডে পাসের হার ৬৪.৬২ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ২৬ হাজার ৬৩ জন। সারাদেশে মোট ৬৯ হাজার ৯৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।
মোট ৩৪৫টি শিক্ষা প্রতিষ্ঠান শতভাগ পাস করেছে, আর ২০২টি প্রতিষ্ঠান থেকে কেউই পাস করতে পারেনি। মেয়েরা এবারও এগিয়ে আছে। ছেলেদের তুলনায় ৫৯ হাজার ২৩২ জন বেশি ছাত্রী পাস করেছে এবং ৪ হাজার ৯৯১ জন বেশি জিপিএ-৫ পেয়েছে।
দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী ফরম পূরণ করেছিল। তাদের মধ্যে প্রায় ২৭ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়নি।
মন্তব্য করুন: