[email protected] শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
১২ আশ্বিন ১৪৩২

সাত দিনের মাথায় আবারও ভূমিকম্প, কেন্দ্র যশোরে

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৫ ১৬:০৯ পিএম

ছবি : সংগৃহীত

দেশে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ২টা ২৭ মিনিটে হালকা মাত্রার এ ভূমিকম্প আঘাত হানে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র জানায়, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.৫ এবং উৎপত্তিস্থল যশোরের মনিরামপুর।

বিশেষজ্ঞরা জানান, ভূমিকম্পটির মাত্রা কম হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা নেই। তবে এটি চলতি মাসে তৃতীয়বারের মতো দেশে ভূমিকম্প অনুভূত হওয়ার ঘটনা। এর আগে ১৪ সেপ্টেম্বর ভারতের আসামে . মাত্রার ভূমিকম্পে বাংলাদেশেও হালকা কম্পন অনুভূত হয়েছিল। এরপর ২১ সেপ্টেম্বর সিলেট বিভাগের সুনামগঞ্জের ছাতকে মাত্রার ভূমিকম্প ঘটে।

ক্রমাগত ভূমিকম্পের ঘটনায় মানুষের মধ্যে শঙ্কা বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, ধরনের নিম্ন মাত্রার ভূমিকম্প বড় ধরনের বিপদের ইঙ্গিত নয়, তবে ভূ-প্রাকৃতিক অবস্থার কারণে বাংলাদেশ ভূমিকম্পপ্রবণ অঞ্চলে অবস্থিত। তাই সতর্কতা অবলম্বন প্রস্তুতি থাকা জরুরি।

ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র জানায়, ভবিষ্যতে ঝুঁকি এড়াতে ভবন নির্মাণে ভূমিকম্প সহনশীল নকশা মেনে চলা জনসচেতনতা বাড়ানো প্রয়োজন। এদিকে নিয়ে চলতি মাসে একের পর এক কম্পন জনমনে আতঙ্ক ছড়ালেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর