[email protected] বৃহঃস্পতিবার, ১৫ মে ২০২৫
১ জ্যৈষ্ঠ ১৪৩২

কুড়িয়ে পাওয়া লিচু খাওয়ার সময় গলায় বিচি আটকে শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৪ মে ২০২৫ ১৭:০৫ পিএম

গ্রাফিক্স

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় কুড়িয়ে পাওয়া লিচু খাওয়ার সময় গলায় বিচি আটকে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের সাধুবান্ধা গ্রামে এ ঘটনা ঘটে। মারা যাওয়া শিশুটির নাম সিয়াম (৩)। সে সাধুবান্ধা গ্রামের দুলাল হোসেনের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, বাড়ির আঙিনার লিচুগাছের নিচে খেলছিল সিয়ামসহ কয়েকটি শিশু। এ সময় গাছের নিচে পড়ে থাকা একটি লিচু কুড়িয়ে খেতে শুরু করে সিয়াম। হঠাৎ লিচুর বিচি সিয়ামের গলায় আটকে যায়।

এ সময় শিশুটির শ্বাস নিতে সমস্যা হতে শুরু করে। একপর্যায়ে নাক ও মুখ দিয়ে সাদা ফেনা বের হতে থাকে। পরিবারের লোকজন শিশুটিকে দ্রুত বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর