[email protected] শুক্রবার, ৯ মে ২০২৫
২৫ বৈশাখ ১৪৩২

পদ্মার এক কাতল ৪০ হাজার ৮০০ টাকায় বিক্রি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৮ মে ২০২৫ ১৫:০৫ পিএম

সংগৃহীত

মানিকগঞ্জের শিবালয়ের আন্দারমানিক এলাকার পদ্মা নদী থেকে ধরা পড়েছে ২৪ কেজি ওজনের একটি বিশাল আকৃতির কাতল মাছ। স্থানীয় জেলে রফিক হায়দারের জালে মাছটি ধরা পড়ে।

গতকাল বুধবার সন্ধ্যায় দৌলতদিয়া ফেরিঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ মাছটি ১ হাজার ৬০০ টাকা কেজি দরে মোট ৩৮ হাজার ৪০০ টাকায় কিনে নেন।

পরে বৃহস্পতিবার সকালে মাছটি দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাটে তার নিজস্ব মৎস্য আড়তে নিয়ে আসলে তা দেখতে স্থানীয় উৎসুক জনতা ও মাছ ব্যবসায়ীরা ভিড় করেন ।

সম্রাট শাহজাহান শেখ জানান, এতো বড় কাতল মাছ পদ্মায় সচরাচর পাওয়া যায় না। একদম টাটকা ছিল মাছটি। তাই ভালো দাম দিয়েই কিনেছি।

তিনি আরো জানান, মাছটি কুষ্টিয়া-মেহেরপুর এলাকার এক প্রবাসীর কাছে অনলাইনের মাধ্যমে প্রতি কেজি ১ হাজার ৭০০ টাকা দরে মোট ৪০ হাজার ৮০০ টাকায় বিক্রি করে দিয়েছি। এতে আমার ২ হাজার ৪০০ টাকা লাভ হয়েছে।

সোর্স: আমার দেশ

 

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর