ajbarta24@gmail.com শুক্রবার, ১৪ মার্চ ২০২৫
৩০ ফাল্গুন ১৪৩১

নৈরাজ্য ও ধর্ষণের বিরুদ্ধে শিক্ষার্থীদের প্রতিবাদ কর্মসূচি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:০২ পিএম

ফাইল ছবি

দেশজুড়ে যৌন নিপীড়ন, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ-মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। এ সময় ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার ভবানীগঞ্জের চৌরাস্তা বাজার এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালন করেন ভবানীগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এতে প্রতিষ্ঠানটির শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। যার ফলে দীর্ঘক্ষণ লক্ষ্মীপুর-রামগতি সড়কে যানজট সৃষ্টি হয়। তখন ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের।

এ সময় ধর্ষণের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বাড়ানো এবং ন্যায়বিচার নিশ্চিতে প্রশাসনের প্রতি আহ্বান জানান শিক্ষার্থীরা।

এছাড়া সম্প্রতি আইন-শৃঙ্খলার অবনতির ফলে ছিনতাই, চুরি ও ডাকাতির ঘটনায় প্রতিবাদ জানিয়ে দ্রুত এসব বিষয়ে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।

এ মানববন্ধনে বক্তব্য রাখেন - ছাত্র প্রতিনিধি মাহমুদুন্নবী রাসেল, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মো. নাসিম হোসেন, মো. শাকিবসহ অন্যান্যরা।

সোর্স : ঢাকা মেইল

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর